আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক রক্তিম আভার সাজে--

অশান্ত ধমনী, দৃপ্ত হৃদস্পন্দন, আজন্ম দহন-- সব স্বপ্ন সমীপে!

কোন এক রক্তিম আভার সাজে, কুসুমের রুপসম উত্তপ্ত প্রভাকরে, নিশিথের সব কালো গিয়েছিলো সরে! থমকে গিয়েছিলাম আমি দিবসের আদিগামী প্রদীপ্ত বসনে আমার মাঝের হিয়া জাগে আনমনে! জোছনায় রাঙা যামিনীর গৌরব, নিভে গিয়েছিলো তার আনমন শিহরণে! ভূতলে নামিয়া রবি প্রণম চিত্তে তারে বাঁধিল সৃজণে! কত কাব্য সাহিত্য সব সৃষ্টির ধারা, তাকে ঘিরে ফিরে এল স্বর্গের তারা!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।