আমাদের কথা খুঁজে নিন

   

আলোরা জানবে সেই বিপুল তর্জমা



আলোরা জানবে সেই বিপুল তর্জমা আফরোজা সোমা ছায়াটিকে দ্বিখন্ডিত করার দৃশ্য যতই মনোরম হোক যতই বাস্তব সম্মত হোক এই লাঙলের ফলা কারো জন্যেই আমি ঘোসণা দেবো না সাধারণ ক্ষমা । অভিজ্ঞতার বুনন খুলে দেখি, বাস্তবতা যতটা না বাস্তব- তার চেয়েও ঢের বেশি নির্মিত সত্য মাত্র। নির্মিত দৈনন্দিনে ক্ষমার এ মহানুভবতা আমায় শেখায়নি কোনো বসন খোলা চোখ। তবে আমি কেন হতে যাবো উজানের নাও? জানি না অত মধুর বয়ান। শুধু জানি, মনে ও মুখের কথায় ফারাক রাখিনা কোনো।

মন থেকে না এলে স্রোত এই মুখে থাকে না কোনো কৃত্রিম জলের নাচন। অবদমনের ক্ষার সমুদ্রে ক্ষয় হতে হতে মীন আমি ধীরে ধীরে নাই হয়ে গেছি নিজের ভেতর। কিন্তু হাড়ের নিবিড় ভাঁজ থেকে এ আমার গহীনের প্রত্যাবর্তন। আমিই সমগ্র। আমাকেই করতে হবে পাঠ।

জল ও অন্তরীক্ষের গলিতে গলিতে গোপন সংযোগ খুঁজে পাঠোদ্ধারের ব্যাকুলতায় খুলে যাবে তোমাদের মোহন দুঃখের দ্বার। পৃথিবী দেখবে এই অহংকারের রূপ। ঘন হতে হতে কতটা গাঢ় হলে এমন নির্মোহ হতে পারে ধ্যানের প্রকাশ এইবার আলোরা জানবে সেই বিপুল তর্জমা...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।