আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়ার রিভিওঃ "My USB Only" অতি প্রয়োজনীয় একটি সফটওয়ার।

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

"My USB Only" শুধু নামটা শুনেই ধারণা করা যায় এই সফটওয়ার এর কাজের ধরণ। হ্যা, এই সফটওয়ারটি আপনার পিসিতে ইউএসবি পোর্ট এ যে কোন ডিভাইস ব্যাবহারকে আপনার প্রয়োজন মত নিয়ন্ত্রণ করবে। ইউএসবি পেন ড্রাইভ/হার্ডড্রাইভ থেকে আপনার পিসিতে ভাইরাস আক্রমণ করা সহ প্রয়োজণীয় ও গোপনীয় ফাইল চুরি হয়ে যেতে পারে। এই সফটওয়ারটি আপনাকে দিকে একদিকে ভাইরাস সংক্রামণ থেকে মুক্তি অপরদিকে তথ্য নিরাপত্তা। সুবিধা সমূহঃ সফওয়ারটি ইনষ্টল করার পর আপনার নিজস্ব ইউএসবি ডিভাইসগুলিকে হোয়াইট লিষ্টে এড করে নিন এবং পাওয়ার্ড সেট করে নিন ফলে আপনার অনুপস্থিতিতে অপরিচিত কোন ডিভাইসকে সে এক্সেস দিবেনা এবং কম্পিউটার থেকে কোন ফাইলও কপি করতে দিবেনা। যেহেতু এই সফটওয়ারটি ব্যাকগ্রাউন্ডে চলে ফলে কেউ বুঝতে পারবেনা কি ঘটছে এবং আপনার অনুপস্থিতিতে কি কি কর্ম করা হয়েছে তাও একটি লগফাইলে সংরক্ষিত থকেবে এবং পরে আপনি তা দেখতে পারবেন এরং পয়োজনে ই-মেইল নোটিফিকেশন সেট করে দিতে পারবেন যাতে আপনি যে কোন স্থান থেকে নোটিফিকেশন মেসেজ পেতে পারেন। চমৎকার এই সফটওয়ারটি ব্যবহার করেই দেখুন। একটিভেশন ক্রাক সহ ডাউনলোড এর জন্য Click This Link (কয়েকদিন আগে পাইরেসি সংক্রান্ত একটি পোষ্ট দিয়েছিলাম এবং কয়েকজন সম্মানীত ব্লগার আমাকে গালমন্দ করা সহ বেশ কিছু নীতি কথা শুনিয়েছিলেন। Click This Link যেহেতু এটি একটি ক্রাক করা সফটওয়ার সেহেতু উনারা এটি ফ্রি না নিয়ে দোকান থেকে কিনে ব্যবহার করবেন বলে আমি বিশ্বাস করি) ধন্যবাদ সবাইকে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।