আমাদের কথা খুঁজে নিন

   

অবিন্যস্ত চিঠি



এলোমেলো এই জল জোছনার রাত্রিতে অগোছালো বিছানার পাশে এই আমি একাকী ঘুঁণেধরা চেয়ারে বসে লিখছি তোমাকে অবিন্যস্ত চিঠি~ নিশ্ছিদ্র অন্ধকার ঘরে টেবিল ল্যাম্পের চুইয়ে পড়া মৃদু আলো আলতোভাবে স্পর্শ করছে আমার শক্ত হাত, আর হাতে ধরা কলম শিশিরের শব্দের মতো চুম্বন করছে পাতাকে; কলমের মৃদু স্পর্শে পাতা হয়ে উঠছে মুখরিত~শিহরিত অসহ্য ভালোলাগায় ভরে উঠছে তার প্রতিটি অনু~পরমানু নীরব চিৎকারে জানাচ্ছে তার ভালোলাগা অনুভূতি। বন্ধু, তোমাকে দিলাম এই অবিন্যস্ত চিঠি সঙ্গে রইলো আমার ভালোবাসার একটু ছোঁয়া... তুমি ছুঁয়ে নিও। ডিসেম্বর ২৯, ১৯৯৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।