আমাদের কথা খুঁজে নিন

   

টিটবিটস : বসুন্ধরা ক্যাম্পেইন

www.cameraman-blog.com/

ক. ফান্ড রেইজিং ক্যাম্পেইন এর জন্য বসুন্ধরা সিটি মল কে বেছে নেয়ার দু্টি অকথিত কারণ ছিল। প্রথমত শপিং কিংবা বেড়ানোর জন্য এখানে প্রচুর জনসমাগম হয় আর দ্বিতীয়ত ঢাকার উচ্চবিত্তদের একটা বিরাট অংশও এখানে নিয়মিত আসেন। ফান্ড রেইজিং এর জন্য প্রথম কারণটি ফলদায়ক হলেও দ্বিতীয় কারণটি একেবারে মাঠে মারা গেছে। চুল ডাই করা, পাম করা বা অন্যান্য বেশ-ভুষার কারখে যাদেরকে উচ্চবিত্ত বলে মনে হচ্ছিলো তারা আমাদের কথায় কর্ণপাত তো দূরের কথা, ভ্রুক্ষেপ ও করেন নাই। গট গট করে ঢুকে গেছেন ভিতরে।

খ. আমাদের সংগৃহিত ফান্ডের বেশীর ভাগটাই এসেছে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর কাছ থেকে। মলের দোকানের কর্মচারী এমন অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। হয়তো দুপুরের খাবার খেয়ে একটা বিড়ি টেনে ফিরছিলেন দোকানে, আমাদের কথা শুনে সলজ্জ হেসে পকেট থেকে দুটি টাকা বের করে দিয়ে গেছেন। গ. টুপি-দাড়ি ওয়ালা কিংবা বোরখা ওয়ালি - এদের কাছে একজন মানুষের জীবন বাচানোর আকুতি তেমন ভাবে কাজ করে নাই। এই শ্রেণীটির কাছ থেকেও আমরা তেমন একটা সহযোগীতা পাই নাই।

উচ্চবিত্তদের মতো এরাও গট গট করে ঢুকে গেছেন ভিতরে। ঘ. যেসব মহিলা আমাদের ডাকে সাড়া দিয়ে সহযোগিতা করেছেন তাদের বেশির ভাগ ৫০-১০০ টাকা করে দিয়েছেন। নারী মমতাময়ী নিঃসন্দেহে। এক মহিলাকে সবকিছু বলার পর রেফারেন্স হিসেবে সেদিনের ষ্টার ম্যাগাজিনের কথা বলেছিলাম। মহিলা ৫০০ টাকা দিয়ে হেসে বলে ছিলেন তিনি ডেইলি ষ্টারে-ই চাকরি করেন।

ঙ. ছাত্র লেবাসধারী অনেক তরুণই এসেছিলেন তাদের বান্ধবীদের নিয়ে। খুব একটা সাড়া পাইনি এদের কাছ থেকেও। আমার হাসি পাচ্ছিলো একজনের সক্রোধ মন্তব্য শুনে - "শালারা উপরে গিয়া বান্ধবীগো কাছে সিল খাবো ২০০/৩০০ টাকার তবুও ১০ টাকা দিবো না" চ. মাঝে-মধ্যে অনেক ব্লগারই এসেছিলেন। অল্প সময়ের জন্য হলেও তাদের উপস্থিতি মনটা ছুঁয়ে গেছে। আমার সাথে যাদের দেখা হয়েছে - মুহিব, পারভেজ, পিয়াল, ফরহাদ, সৃজন, মাসুম, ফারুকী, লুকার ...... ছ. প্রথম দিন বিকালে ছোট্ট কিন্নরী এসেছিল তার আংকেলদের জন্য রিফ্রেশনেন্ট নিয়ে।

পুচকিটা খুবই কিউট। আপনারা যাই বলেন আমার কিন্তু ব্যাপক অভিজ্ঞতা হলো এখানে। সামনে শুক্র-শনিবার আসুন না আবার দাড়াই হাতে হাত ধরে - শ্বাশ্বত'র জীবন বাচানোর জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.