আমাদের কথা খুঁজে নিন

   

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা.. (বাবা দিবসে সকল বাবা'কে শ্রদ্ধা জানাই)

শিরোনামহীন.....

তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা.. এ সমুদ্রে আরও কভু হব নাকো পথহারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা । যেথা আমি যাইনাকো তুমি প্রকাশিত থাকো আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা.. তব মুখ সদা মনে, জাগিতেছে সন্গোপনে দিলে গো অন্তরহলে না হেরি কূলকিনারা কখনো বিপথে যদি, ভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। এ সমুদ্রে আরও কভু হব নাকো পথহারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। ডাউনলোড লিন্ক: তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা http://www.mediafire.com/?pnwbmbghmzh শিল্পী: সাহানা বাজপেয়ী চিত্র: বাবা ও আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।