আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা পুরা নিরামিষ

sabujs@yahoo.com
কয়েকদিন ধইরা ব্লগে আসার টাইম পাইতেছি না। কিন্তু এইটার নেশা যে কি মারাত্মক তা আর কেমনে বুঝাই ....... পুরা দৌড়ের উপ্রে আছি ... জীবনটা পুরা নিরামিষ হৈয়া গেছে আলাউদ্দিন সাহেবের মতো এক্টা চেরাগ থাকলে তাক তবাক জ্বীনরে হাজির কৈরা বলতাম --- আমারে চব্বিশ ঘন্টার লাইগা এক্টা ল্যাপটপ আর নেটের লাইন দাও । আর কোন কাজের জন্য ডাইকা বিরক্ত করবা না । কোন পড়াশুনা , ক্লাসের কথা বলবা না । কোন পরীক্ষার কথা বলবা না। তিনবেলা খাবার হাজির কৈরা দিবা। পুরা দেশি খাবার ( কতোদিন খাইনা ) । আর নেটের লাইনের স্পিড কম হৈলে কিন্তু তোমার খবর আছে .........
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।