আমাদের কথা খুঁজে নিন

   

গুপ্তহত্যাকারী এক দুর্ধর্ষ দল অথবা মিথ

যাপন করছি জীবন যেহেতু যাপন ছাড়া পরিত্রান নেই। জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে রাজাকারদের ঘৃণা করে যাব মৃত্যু পর্যন্ত । । দশম ও একাদশ শতকের মাঝামাঝি সময়ে ইরান হয়ে উঠে মধ্যপ্রাচ্যের অন্যতম শিক্ষাকেন্দ্র । সেই শিক্ষাকেন্দ্রে পাঠানো হয় এক তরুন মেধাবী ছাত্রকে ।

শিক্ষা শেষ করে সে তার বাড়ি ফিরে না গিয়ে তার বন্ধুর সাথে থাকতে যায় । কিন্তু সেখানে কি ঘটে , বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। বলছি পৃথিবীর অন্যতম রহস্যজনক গুপ্তঘাতকের দল ও তার প্রতিষ্ঠাতা হাসান সাব্বাহর কথা । হাসান সাব্বাহ সেই ছাত্র আর বন্ধুটির নাম নিজামউল মূলক – সুন্নী মুসলমানদের তদকালীন আধিপত্যের পেছনের অন্যতম কারিগর ও সেলজুক সুলতান মালিক শাহ এর বিশ্বস্ত সঙ্গী । সেই ঘটনার পর হাসান সাব্বাহ মিশর চলে যায় ।

মিশর ছিল তদকালীন শিয়া মুসলমানদের জ্ঞান কেন্দ্র যা গড়ে উঠেছিল তাদের প্রতিষ্টিত আল আজহার বিশ্ববিদ্যালয়কে ঘিরে । আর হাসান সাব্বাহ ছিল শিয়া মুসলমান । তখন মধ্যপ্রাচ্যে শিয়াদের অবস্থা ছিল করূন । একদিকে সুন্নী ও অপর দিকে খ্রিষ্টান শাসকদের মাঝখানে পিষ্ট এই সম্প্রদায়ের জন্য পৃথক স্বর্গরাজ্য প্রতিষ্ঠার লক্ষ নিয়ে হাসান সাব্বাহ ইরান আসে। ইরানের আলামুত এ একটি দুর্গ দখল করে নেয় ।

দূর্গের ভেতর একটি প্রশিক্ষন শিবির স্থাপন করা হয় । এখানে গুপ্তহত্যাকারি এক ক্ষিপ্র দল তৈরির লক্ষে প্রশিক্ষন দেওয়া হয় । প্রশিক্ষন এর জন্য নির্বাচন করা হয় একদল শক্তিশালী , বুদ্ধিমান ও ক্ষিপ্র যুবক । তাদের দেওয়া হয় একই সাথে সমর শিক্ষা ও ধর্মীয় শিক্ষা ও নিজ ধর্মের জন্য অকাতরে জীবন বিসর্জন দেয়ার দীক্ষা । এই কাজে তার সহায়তা করে অপিয়াম বা হাসিস জাতীয় মাদক যা গ্রহনের পর তাদের নিয়ে যাওয়া হত এক শীষ মহলে ।

সেখানে ধর্মগ্রন্থে উল্লেখিত বেহেশতের সকল উপকরন থাকত যা হাসিলের প্রতিশ্রুতি দেওয়া হত শাহাদাতের বিনিময়ে । এই হাসিস থেকে দলের নাম হাসাসিন হয় । হাসাসিন শব্দটি থেকে বর্তমান অ্যাসাসিন শব্দের উতপত্তি । এভাবে দুর্ধর্ষ এই দলটি অভিযানের জন্য তৈরি হত । তাদের মিশনগুলো ছিল বেশ ইউনিক ।

শংখ্যায় কম হওয়ায় সম্মুখ যুদ্ধে না গিয়ে তারা বরং শত্রু শিবিরে মিশে যেতো । এক সময় সুযোগ বুঝে শত্রুকে হত্যা করে দ্রুত ঝড়ের মতো পালিয়ে আসতো । কিন্তু প্রথম সুযোগে তারা হত্যা করতোনা । বরং শত্রুদের সেনাপতি বা সুলতানকে তার সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ দিত রাজি না হলে শুধু তাকে হত্যা করা হতো । যেমন সুলতান আয়ুবী একদিন তার তাবুতে ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার পাশে রক্তমাখা ছুরি পাশে একটি চিঠি যাতে লেখা এই ছূরিটা তোমার নরম বুকের মধ্যেও বিঁধতে পারতো ।

অনেক ঐতিহাসিকদের মতে আয়ুবী ঐ ঘটনার পর হাসাসিনদের সাথে গোপন সন্ধি করে ও ক্রুসেডারদের বিরুদ্ধে তাদের ব্যবহার করে । একই ঘটনা হয় সেলজুক সুলতান সানজার এর ক্ষেত্রে । সানজার এর কাছে শান্তি প্রস্তাব নিয়ে যায় হাসান সাব্বাহর দূত । কিন্তু সানজা তাকে অপমান করে তাড়িয়ে দেয় । কিছুদিন পর একই ভাবে সানজার তার বিছানায় বিষ মাখানো ছুরি আবিষ্কার করে যার বিষয়বস্তু শান্তির বিকল্প শুধু হত্যা ।

কিন্তু একবার শতর্ক করার পরও তাদের কথায় রাজি না হলে হত্যা করা হতো পূর্বপ্রতিশ্রুত পদ্ধতিতে । ঘাতক দল গঠনের পর হাসান সাব্বাহ তার লক্ষ বাস্তবায়নের দিকে মনোনিবেশ করে । শিয়াদের প্রধান প্রতিদ্বন্দী ছিল তদকালীন সেলজুক সাম্রাজ্য যার সুলতান ছিল মালিক শাহ । মালিক শাহ এর প্রধানসহচর নিজাম উল মূলক ছিল সেলজুকদের প্রধান শক্তি আর পূর্বেই বলেছি নিজাম উল মূলক হাসান ছিল সাব্বাহর প্রাক্তন বন্ধু । হাসান সাব্বাহ বন্ধুকে হত্যার জন্য আততায়ি পাঠায় ।

নিজাম উল মূলক তখন বাইরে । আততায়ী দরবেশ পরিচয়ে তার কাছে যায় । এক পর্যায়ে ছুরি দিয়ে মূলকের পিঠে আঘাত করে । ঘটনাস্থলে তার মৃত্যু হয় । আততায়ী নিরাপত্তা বেস্টনী ভেদ করে পালিয়ে আসতে সমর্থ হয় ।

অনেক এর মতে আততায়ীকে তার প্রহরীরা হত্যা করে । এভাবে হাসান সাব্বাহ তার প্রথম মিশনে সফল হয় । তার দ্বিতীয় টার্গেট ছিল সেলজুক সুলতান মালিক শাহ স্বয়ং । মালিক শাহ এর অন্দরমহলে হাসান সাব্বাহর লোক চাকরি নেয় ও তাকে বিষ পান করিয়ে হত্যা করে । এভাবে হাসান সাব্বাহ একটি সুচতুর , শক্তিশালি ও ক্ষিপ্র গুপ্তঘাতক দল প্রতিষ্ঠা করে ।

এই ঘাতক দল চারদিকে তাদের অভিযান পরিচালনা করলে ও হাসান সাব্বাহ কখনো তার দুর্গ থেকে বের হয়নি । এমনকি সে কখনও দুর্গের ছাদে ও দেখা দিতনা এবং দুর্গের ভেতরে সে মৃত্যুবরন করে । তার আগে সে দলের জন্য নীতিমালা করে যায় যে নীতিমালা অনুসারে এইদলটি পরিচালিত হত। নীতিমালার মধ্যে উল্লেখযোগ্য ছিল যুদ্ধ এরিয়ে চলা ও এমন অভিযান পরিচালনা করা যেখানে সাধারন মানুষ যুদ্ধের শিকার না হয় । তার মতে সাধারন মানুষ কখনও রাজনীতির অংশ হয়না কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতির শিকার হয় সাধারন মানুষ ।

যুদ্ধের পরিবর্তে বিপক্ষ দলের প্রভাবশালি নেতা ও সেনাপতিদের গোপনে হত্যা করাকে বেশি মানবিক ও কার্যকারী মনে করতেন । হাসান সাব্বাহর মৃত্যুর পর ঘাতক দলটি আরবে আরও বেশি মারাত্নক হয়ে উঠে । তারা সিরিয়ার নুসারিগা পাহাড়ের বেশ কয়টি দুর্গ দখল করে নেয় । সেখান থেকে রাশিদিন সিনান অনেকটা স্বাধীনভাবে মূল দুর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে কর্মকান্ড পরিচালনা করে । মার্কো পলো সিনান কে অভিহিত করেন ‍‍‌‌পাহাড়ের রাজা ।

১১৭৫ সালে তারা দুইবার সুলতান সালাউদ্দিন আয়ুবীর উপর হামলা করে । অনেকের মতে এই হামলা ছিল তাকে হত্যা নয় বরং সতর্ক করার উদ্দেশ্যে । যদিও অধিকাংশ সুন্নী পন্ডিত এই হামলাকে সুন্নি মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ মনে করেন । কিন্তু শিয়া ও পশ্চিমারা মনে করেন তাই যদি হয় তাহলে পরবর্তীতে এই হাসাসিনকে ব্যবহার করে সুলতান কিভাবে খ্রিষ্টানদের উপর অতর্কিত হামলা করে । ১১৯৬ সালে তারা আলেপ্পোর সুলতান পরুসুকিকে হত্যা করে ।

এর মধ্যে তারা হত্যা করে খ্রিস্টান রাজা দ্বিতীয় কনরাডকে ত্যা করা হয সুলতান রিদওয়ান ও আল কাসাবকে । উপমহাদেশে মুসলিম শাসনের পত্তনকারি মুহাম্মদ ঘুরীও হাসাসিনদের হাতে প্রাণ দেয় । ১২৫৬ সালে মোঙ্গলরা আলমূত আক্রমন করে তা দখল করে নিলে পারস্যে তাদের আধিপত্য কমে আসে । মোঙ্গলরা হাসান সাব্বাহর সকল নিদর্শন পুড়িয়ে দেয় । তাদের ভয় ছিল হাসান সাব্বাহ একজন যাদুকর ছিল ও তার যাদুকরী প্রভাব এখন ও মহলে রয়ে গিয়েছে ।

তাছাড়া পুরো আরবে ঝটিকা আক্রমনকারিদের ভীতি ছিল । আর হাসান সাব্বাহ ছিল এক বিভীষিকাময় কিংবদন্তী । আগুনে হাসান সাব্বাহ সম্পর্কিত সকল নিদর্শন পুড়ে যায় যার মধ্যে ছিল তার অটোবায়োগ্রাফি । এরপর মামলুক সুলতান বায়বারের হাতে পতন হয় তাদের সিরিয়া দুর্গের । এভাবে মহলচ্যুত হয় গুপ্তঘাতকদের কিংবদন্তী দলটি ।

কিন্তু মহলচ্যুত হলেও তাদের প্রভাব কমে যায়নি বটে কিন্তু শিয়া স্বর্গ রাজ্য প্রতিষ্ঠার যে লক্ষ নিয়ে তাদের প্রতিষ্ঠা সেই লক্ষ থেকে প্রকৃত অর্থে তারা সরে আসে ও গ্রহন করে নতুন কর্মপদ্ধতি । মূলত সুলতান বায়বার তাদের নিয়োগ দেয় চুক্তিভিত্তিক হত্যা মিশনে । বিনিময়ে তাদের মৃত্যু থেকে রেহাই দেয়া হয় । এর পর হাসাসিনদের সংগঠিত দল হিসাবে আর ইতিহাসের পাতায় আমরা দেখতে পাইনা । তার পরিবর্তে তারা পরিণত হয় অর্থের বিনিময়ে গোপন প্রাসাদ ষড়যন্ত্রের গুটি অন্ধকারের গোপন আততায়ী হিসাবে ।

তেরো ও চৌদ্দ শতাকে তাদের আক্রমণের শিকার হয় বেশ কয়েকজন আরব সেনাপতি , মন্ত্রী ও আমীর । ঐ সময় তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় ফ্রিম্যাসনারিরা যার তাদের লক্ষ ছিল হাঙ্গেরীর তদকালীন রাজা ও তার প্রভাবশালী সেনাপতি ও সভাসদদের হত্যা করা । কিন্তু তাদের কঠোর হাতে দমন করা হাঙ্গেরিতে । পনেরো শতকের মধ্যে হাসাসিম দলটি পুরোপুরি বিলুপ্ত হয় বলে ধারনা করা হয় । মিথ বিতর্ক : হাসান সাব্বাহকে নিয়ে অনেক মিথ প্রচলিত আছে ।

কারন বাস্তবের চেয়ে বেশি আরব্য গল্পগাথার অংশ হয়ে গিযেছিলেন তিনি । কোথাও প্রভাবশালী যাদুকর যে মাথাকেটে নিয়ে তার পায়ের তলায় রেখে তার ঐশী শক্তির সাক্ষ নেয় । আবার দিনে দুপুরে হাসাসিন সদস্য যারা হত্যা করে সবার সামনে অদৃশ্য হয়ে যায় । এছাড়াও চলচ্চিত্র , নাটক , উপন্যাস , ছোটগল্প , মহাকাব্য সহ আরব্য সংস্কৃতিতো বটেই পশ্চিমা সাহিত্য ও বিনোদন জগতে রহস্যজনক গুপ্ত ঘাতকের দল বড় জায়গা দখল করে আছে । কিন্তু তাদের যতোটা অনৈতিক ও দুরাচারী রুপে উপস্থাপন করা হয় তার সত্যতা নিয়ে ও বিংশ শতকের ঐতিহাসিকরা প্রশ্ন তুলেন ।

কারন হাসান সাব্বাহ সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনাকারী মার্কো পলো পারস্যে গিয়েছেন তার মৃত্যুর ৫০ বছরের ও বেশি সময় পর । তাই তিনি যতোটা বলেছেন তা মানুষের মুখে শুনে । যদিও তখন হাসাসিনদের উপস্থিতি ছিল । কিন্তু হাসন সাব্বাহ ছিলেননা । অপরদিকে ভ্লাদিমির ইভানভ , জোসেফ ভন হ্যামারদের মতে যে মাদক দ্রব্য গ্রহন করে হাসাসিনরা বেহেশত দেখতো তার প্রচলন আজও আছে ।

এসব মাদক গ্রহনের পর সবার একই দৃশ্য দেখা সম্ভব নয় । আর হাসান সাব্বাহর বেহেশত সম্পর্কে যে কথা হয় তা মোঙ্গলরা আলমূত দুর্গ দখলের পর খুজে পায়নি । নিটশে এ সম্পর্কে যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করেন । তার মতে ক্রুসেড ফেরত খ্রিষ্টানদের চাপা মারার প্রধান উপকরন ছিল আরব শয়তান যারা ঝড়ের মতো যে কোন স্থানে আক্রমণ করে যে কাউকে হত্যা করে পালিয়ে যোতে পারে । এই পরাক্রমশালী ঘাতকদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সাধারন মানুষের পক্ষে সম্ভব নয় ।

আবার অন্যদিকে তদকালীন সুন্নী অন্যান্য সম্প্রদায়ের লোকেরা হাসান সাব্বাহকে শয়তান জাদুকর আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে উস্কে দিত যারা ছিল মূলত শিয়া সম্প্রদায়ের । এভাবে সংখ্যাগরিষ্ঠের কাছে সংখ্যালঘু এক দলের অধিকার অধিকার আদায়ের সংগ্রাম পরিণত হয় পৌরাণিক কাহিনীতে । তাছাড়া তখন আরবে যেকোন হত্যাকান্ডের রহস্য উন্মোচিত না হলে তার দায়ভার চাপানো হত হাসাসিনদের উপর । যেসব হত্যান্ডের দায়ভার হাসাসিনদের উপর চাপানো হয় তার মধ্যে অন্যতম নিজামউল মূলকের হত্যাকরী হিসাবে মালিক শাহকে ও দায়ী করা হয় ও কারন দেখানো হয় ক্ষমতার দ্বন্দ্ব । আর মালিক শাহ এর হত্যাকারী হিসাবে সন্দেহের তালিকায় ছিল নিজামউল মূলকের বিশ্বস্ত সৈন্য ।

সঠিক ইতিহাস যাই হোকনা কেন হাসাসিনদের সেই দল এর কথা যখনই বইয়ের পাতায় বা সেলুলয়েড পর্দায় বা বাচ্চাদের ভিডিও গেমসে উঠে আসে তা হয়ে উঠে রোমাঞ্চকর উপাখ্যান । তথ্যসূত্র : ১। উইকিপিডিয়া ২। উর্দুম্যানিয়া ৩। হিস্ট্রি অফ ইসলাম ৪।

Alamut sinan ৫/the waste land and the flower of devil ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.