আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তির কাটাকাটি ভ্রান্তির খেলা

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আজকাল ইন্টারনেটে অনলাইন কমিউনিটি বেসড্‌ ওয়েব সাইটগুলো বেশ সরব। Hi5, Facebook, নানান blog site ইত্যাদির ছড়াছড়ি। এই সাইটগুলোর প্রোফাইলে একটা অপশন থাকে Favorite quotes বা প্রিয় নীতিবাক্যের। কেউ তার প্রিয় নীতিবাক্য সেখানে উল্লেখ করে অথবা কেউ কিছু দেয় না। আমি লিখি, All Quotes in the universe”।

কোনটাকে বাদ দেব!! জীবনের নানা পর্যায়ে, নানা মোড়ে সত্য হয়ে উঠে এক একটা নীতি বাক্য। এক এক মানুষের কাছে একই quote এর এক এক অর্থ। একই বাক্যের এমন অর্থ আমরা ধরে নেই যা অন্যের কাছে অচিন্তনীয়। যেমন একটা quote শুনেছিলাম, One must share his most valuable wealth to others”। অর্থাৎ আপনার মূল্যবান সম্পদ অন্যের সাথে শেয়ার করুন।

ঠিক এই quote টিই একবার এক ওয়েস্টার্ণ মডেল উল্লেখ করেছিল। ওর নাম ছিল, খুব সম্ভবত ল্যাটাসিয়া ক্যাস্টা। তাকে প্রশ্ন করা হয়েছিল, সে যে নগ্ন শরীর প্রদর্শন করছে এটাকে সে কিকরে Justify করবে। তার উত্তর ছিল, One must share his/her most valuable wealth to others. My most valuable wealth is my body and I’m sharing this……. তার কাছে শরীর লুকিয়ে রাখা নাকি Mean minded বলে মনে হয়। দুনিয়াটা কত আজব তাই না।

চিন্তা করুণ, যে মহিলা ভাল লিখতে পারে এবং ভাবে তার সব চাইতে বড় সম্পদ যে তার লেখনি, যাকে তার অন্যের সাথে শেয়ার করা উচিত। ঐ একই quote এর ওয়েস্টার্ণ মডেলের দেওয়া ব্যাখ্যা সেই লেখিকার কাছে কেমন লাগবে বলুন। এখানেই আমি যুক্তি বা লজিকের ভ্রান্তি খুঁজে পাই। মূলত, যুক্তি একধরণের আধার বা অবলম্বন যা মানুষকে ব্যর্থতার গ্লানি এড়িয়ে চলতে অথবা নিজের অক্ষমতা গুলোকে এড়িয়ে চলতে সাহায্য করে। জীবনটাকে যদি অদ্ভুত সব যুক্তি দিয়ে বিচার না করতাম তবে হয়ত সুস্থ মনে বেঁচে থাকা দায় হয়ে দাঁড়াত।

এজন্যই সব যুক্তিই জগতে টিকে রয়। Thesis, antithesis দিয়ে যতই synthesis করিনা কেন, thesis কখনই antithesis কে অথবা antithesis কখনই thesis কে ম্লান করতে পারে না। সবই রয়ে যায় অক্ষত! কখনও শক্ত ভাবে প্রকাশিত হয় অথবা সাময়িক স্থিমিত হয়। যুক্তির কাটাকাটির এ খেলায় পুরস্কার হিসেবে রয়ে যায় জীবন নামক এই গাড়িটা চালিয়ে নেবার পেট্রোল........... (সমাপ্ত)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.