আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি ওয়েবমাস্টার? আপনি কি জানেন আপনার সাইটে কারা আসছে? কোথা থেকে আসছে?

I realized it doesn't really matter whether I exist or not.

আজকাল ওয়েবসাইটের মালিক হতে হলে ওয়েবমাস্টার হতে হয়না। পাঁচ মিনিটেই ওয়েবমাস্টার হওয়া যায়। ক্রয়কৃত ডোমেইন থাকলে হাতের কাছে আছে জুমলা বা ওয়ার্ডপ্রেস ডট অর্গ এর বিখ্যাত পাঁচ মিনিট ইন্সটলেশন। টাকা না থাকলে ব্লগ খুলতে সময় লাগে আরো কম। যাই হোক, ধরে নিচ্ছি আপনার একটি ওয়েবসাইট আছে।

আপনি কি জানেন কারা কারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে? ভিজিটররা কোথা থেকে ভিজিট করছে? এই সমস্ত তথ্য জানার জন্য আপনাকে সেবা দিতে প্রস্তুত স্বনামধন্য প্রতিষ্ঠান, গুগল। গুগল অ্যানালাইটিক্স নামের এই সেবা গুগল বহুদিন আগে থেকেই দিয়ে আসছে। আপনি বিনামূল্যে গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করতে পারেন। এর ব্যবহারবিধিও অত্যন্ত সহজ এবং যথারীতি ইউজার ফ্রেন্ডলী। আপনার ওয়েবসাইটের ঠিকানা দেবার পর অ্যানালাইটিক্স আপনাকে কিছু কোড দিবে যা আপনার সাইটের বডি এর ক্লোজিং ট্যাগের ঠিক আগে ইনসার্ট করতে হবে।

ব্যস, আপনার কাজ শেষ। এরপর থেকে যে কোন সময় গুগল অ্যানালাইটিক্স এ লগইন করে জেনে নিতে পারেন আপনার সাইটে কখন কোন দেশ থেকে কতজন ভিজিটর ভিজিট করেছেন, ভিজিটরগণ কতক্ষণ আপনার সাইটে অবস্থান করেছেন ইত্যাদি। একটি একাউন্ট দিয়ে আপনি একাধিক ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারবেন। http://www.google.com/analytics গেল গুগল অ্যানালাইটিক্স এর কথা। আপনি যদি ছোটখাট বা বলা যায় ব্যক্তিগতভাবে একজন ব্লগার হয়ে থাকেন, অর্থাৎ, আপনি যদি আপনার একটি মাত্র ব্লগসাইটকে ট্র্যাক করতে চান, তাহলে স্বাভাবিকভাবেই গুগল অ্যানালাইটিক্স এর এইসব জটিল কাজ করতে ভাল লাগবে না।

অথবা, আপনার ব্লগসাইটটি যদি স্থাপিত হয় ওয়ার্ডপ্রেসের মতো কোন সাইটে যারা কোড এডিট করতে দেয় না বা জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না, তাহলে আপনার জন্য রয়েছে বিকল্প পদ্ধতি। বেস্ট ফ্রি হিট কাউন্টারস দিচ্ছে অতি সহজ পদ্ধতি। ভিজিট করুন http://www.bestfreehitcounters.com এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। যেই কোডটি দেয়া হবে সেটি আপনার ওয়েবসাইটের যেখানে ভিজিটর কাউন্টার দেখতে চান, সেখানে পেস্ট করুন। খেয়াল রাখবেন আপনি যেই কাউন্টারটি সিলেক্ট করছেন, সেটার সংখ্যার ঠিক উপরে Best free hit counters লেখা আছে।

এই লেখাটি আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্যাদি সংরক্ষণ করে। যদি আপনি আপনার ভিজিটরদেরকে এই সব তথ্যাদি প্রদর্শন করাতে না চান, তাহলে নিচেরটি সিলেক্ট করুন। তবে অবশ্যই আপনার সাইটের বিস্তারিত তথ্য যেই পেজে সংরক্ষিত হয়, সেই পেজের ঠিকানা টুকে রাখতে ভুল করবেন না। ঠিকানাটা হবে এরকমঃ http://www.bestfreehitcounters.com/details.php?page=something যদি প্রথমে দেখতে চান বেস্ট ফ্রি হিট কাউন্টার কেমন তথ্য প্রদর্শন করে, তাহলে টেলিকমিউনিকেশন বাংলাদেশের ষ্ট্যাটিস্টিক্স দেখুন http://www.bestfreehitcounters.com/details.php?page=23010 একথা অনস্বীকার্য যে গুগল অ্যানালাইটিক্স এর উপরে কোন সেবা নেই। তবে কম সময়ে ঝামেলা মুক্তভাবে করতে চাইলে বেস্ট ফ্রি হিট কাউন্টারের সেবাও গ্রহন করতে পারেন।

তবে লক্ষ্য রাখবেন, আপনার ষ্ট্যাটিস্টিক্সের পেজের ঠিকানা যেন ভুলে না যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।