আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইকারীর বুদ্ধি দেখে আমি অভিভূত!

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

এক ভদ্রলোক ধরা যাক তার নাম সুজন ঢাকাতে তাঁর পরিচিত এক আত্নীয়ের কাছে এসেছেন। তাঁর আত্নীয় যে এলাকায় অবস্থান করছেন সেটি সুজনের অপরিচিত। লোকেশন বলা দেয়া হয়েছে। সুজন সেইমতই যাচ্ছে। তাঁর আত্নীয় বলে দিয়েছে নির্দিষ্ট জায়গায় এসে লোকদের জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে।

সুজন নির্দেশ মতই এসে এক ভদ্রলোকের (!) কাছে জানতে চাইল তাঁর গন্তব্য কোথায়। লোকটি তাকে বলল, এই তো এখানেই, আমি পাসপোর্ট অফিসে চাকরি করি। একটু দাঁড়ান, গাড়ী আসবে আপনাকে দেখিয়ে দিব। অথচ সে লোক যেখানে দাঁড়িয়ে আছে তার দুই বিল্ডিং পরেই তাঁর গন্তব্য। বেশ ভালো লোক মনে করে, সেখানে সুজন দাঁড়িয়ে গেল।

লোকটি তার সাথে কথা জমিয়ে ফেললেন। কথার মাঝে বললেন, টাকা পয়সা সাবধানে রাখা উচিত। আপনি এক কাজ করুন আপনার টাকা একটা কাগজের মাঝে ভাঁজ করে পকেটে রাখুন বলে সে সিস্টেম দেখিয়ে দিল। আমরা লম্বা খামে যেমন কাগজ ভাঁজ করি, সেরকম তিন ভাঁজ করে ওর মধ্যে টাকাটা রেখে সুজনকে লোকটি বলল এভাবে (জামার ভিতরের) বুক পকেটে রেখে দেন এবং প‌্র্যাকটিক্যালি সে নিজের পকেটে রেখে দেখিয়ে দিল। ঠিক ঐ মুহুর্তে সে একটা গাড়ীকে দেখিয়ে বলল, এই যে আপনার গাড়ী চলে এসেছে..... তাড়াতাড়ি যান।

বলেই লোকটি তার হাতে কাগজটি দিয়ে দিল (এর মধ্যেই কাজের কাজ সারা)। সুজনের মনোযোগ তখন গাড়ী ধরার দিকে। টাকাসুদ্ধ (!) কাগজটা পকেটে রেখে গাড়ী ধরতে গেল। একটু পরেই জানল সে যেখানে যেতে চায় গাড়ীটা সেখানে যাবে না। ফিরে এসে লোকটিকে আর পেল না।

হাজার খানেক টাকা গচ্চা গেল। পুরা ঘটনায় সুজনের এতটুকুই সাফল্য যে, সে শিক্ষিত হলো এবং ভদ্রলোকের মুখোশ তার কাছে উম্মোচিত হলো!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.