আমাদের কথা খুঁজে নিন

   

বান্ধন খুইল্ল্যা দিছে-

আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....

আমারে আমার দুষের জন্য সা.ই কর্তৃপক্ষ কটকটা কইরা বানছিল। বান্ধন খুইলা দিছে। ঠিকই আছে। আমার শিক্ষা হওয়া উচিত এবং যথেষ্ট শিক্ষাও হয়েছে। কিন্তু কি করুম।

মাইনসে যুদি উল্টা পাল্টা কতা কয় তয় আমার মাথা ঠিক থাহে না। মনের মইদ্যে যে রাগটা অয় হেইডা যুদি বাস্তবে প্রকাশ করার অবকাশ থাকতো তয় মনে লয় আমি আর আমি থাকতাম না। মাইনসে আমারে মমি বানাইতো। এই বলগে আমরা যারা ব্লগাই- তারা সবাই নিজেদের চিন্তা চেতনা- বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য দিয়ে থাকি। এতে করে আমি মনে করি সবারই উপকার হয় পাশাপাশি মনের খোরাকটা কিছুটা হলেও মিটে থাকে।

কারন কর্মব্যস্তার মাঝে সবাই একটু একটু করে আড্ডা দেই-ভাল লাগে। কাজে জোস পাই। এর মাঝে হঠাৎ হঠাৎ করে কিছু নতুন ব্লগার ব্লগে এসেই ব্লগের পরিবেশ না বুঝেই বিতর্কীত পোষ্ট দিয়ে থাকে। আমরা যারা নিয়মিত ব্লগার তারা তাকে নিয়ে মেতে উঠি। ইহাতে অনিচ্ছা থাকা সত্বেও বিভিন্ন বাজে কমেন্টস করে থাকি।

এটা হয়ে যায়। ............................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.