আমাদের কথা খুঁজে নিন

   

শাশ্বতের চিকিৎসার জন্য ফান্ড রেইজিং ক্যাম্পেইন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

শ্বাশতের জন্য মূল পরিকল্পনাগুলো ছিল এমনঃ ১. বিদেশী ওষুধ আমদানীকারক সমিতির সাথে আলোচনা করা হবে ২. ফার্মাসিউটিক্যালস মালিক সমিতির সাথে আলোচনা করা হবে [এই দুটো পয়েন্ট মিলে হবে ১. কর্পোরেট বিজনেস কোম্পানীতে এপ্রোচ, দায়িত্বে আমি] ৩. বসুন্ধরা সিটিতে একটা সাহায্য বাক্স আছে। যথাযথ কর্তৃপক্ষর কাছে আবেদন জানালে তারা ১০ / ১৫ দিনের জন্য সেই বাক্স প্রয়োজনীয় ব্যক্তিটির নামে পোস্টারিং করে রাখবে এবং প্রাপ্ত সমুদয় অর্থ উক্ত ব্যক্তির কাছে হস্তান্তর করবে [পরিবর্তিত নম্বর ২। বসুন্ধরা সংশ্লিষ্টরা জানিয়েছেন সেখানে এ বছরের জন্য বক্স বরাদ্দ হয়ে গেছে, যা করা যেতে পারে তা হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তিনটা গেটের সামনে শাশ্বতের ছবি নিয়ে অর্থ সংগ্রহ করা যেতে পারে। এই কাজের দায়িত্বে প্রত্যু। প্রত্যুকে অনুরোধ করবো যীশুকে এখানে সংশ্লিষ্ট করার জন্য] ৪. ঢাকায় শাশ্বত'র জন্য প্রথম আলোর সহযোগিতা নিয়ে একটা কনসার্ট করা [পরিবর্তিত নম্বর ৩।

এর দায়িত্বে মেজবাহ য়াযাদ, একটা কনসার্ট এরই মধ্যে মানে ২০ শে জুন হতে পারে, একসময়ের বিখ্যাত ব্লগার দীপু এখানে বিশাল একটা রোল প্লে করবে] ৫. শাহবাগের কিংবদন্তি থেকে একটা নির্দিষ্ট ডিজাইনের টি-শার্ট বের করা এবং প্রতিটি টি-শার্ট বিক্রী থেকে ৫০ টাকা করে শাশ্বত ফান্ডে জমা [পরিবর্তিত নম্বর ৪। কিংবদন্তীর মালিক ও অপরবাস্তবের প্রকাশক রাহা এই টি-শার্টের ডিজাইন করে এ মাসের মধ্যে সেলিং এ দিতে পারবে আশা করছি। ] ৫. কালপুরুষদার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাক্ট সেলিং এ একটা ডিসকাউন্ট দিবেন যেখান থেকে সংগৃহিত অর্থ শাশ্বত ফান্ডে যাবে। এর মধ্যে ১ ও ২ এর দায়িত্ব আমার। আমি এটাকে একটা পয়েন্ট হিসাবে দেখতে আগ্রহী।

যা হবে "কর্পোরেট বিজনেস কোম্পানী" তে এপ্রোচ। এর মধ্যে এখনই যেসমস্ত জায়গায় এপ্রোচ করা যায় তা হলো ১. বাংলাদেশ ফার্মাসিটিক্যালস সোসাইটি ২. বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ৩. এপোলো হসপিটাল ৪. স্কয়ার হসপিটাল। আমার মনে হয় এক্ষেত্রে সামহোয়ারইন একটা নিউমিডিয়া হিসাবে শাশ্বতের কথা তুলে ধরে যদি চিঠি লেখে ভাল সাড়া পাওয়া যেতে পারে। যদি না পারা যায় তবে শাশ্বতের বিভাগ থেকে এদের উদ্দেশ্য করে একটা চিঠি, অথবা একটা ওপেন চিঠি পাঠানোর জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি সুজনের কাছে।

চিঠিটা অবশ্যই ইংরেজীতে হতে হবে। একটু ন্যারেটিভ হলে ভাল হয়। উক্ত জায়গাগুলো ছাড়াও আরও সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব। যেসব জায়গায় একটু শ্রম দিলে হয়তো শাশ্বতের পুরো চিকিৎসার খরচটা বের করা সম্ভব। যেমন বিদেশী এনজিও, মাল্টিন্যাশনাল কোম্পানী।

শাশ্বতের বিভাগের চিঠি বা সামহোয়ার কর্তৃপক্ষের চিঠিগুলো মেইলে যদি বিভিন্ন অফিসে সরবরাহ করা হয়, তারা ইন্টার্নালী ফান্ড রেইজ করে সাহায্য করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকে সংশ্লিষ্ট করার জন্য উদ্যোগ নিতে হবে। ৪ নং পয়েন্টে য়াযাদ বেয়াই ঢাকায় শাশ্বত'র জন্য প্রথম আলোর সহযোগিতা নিয়ে একটা কনসার্ট করার যে চেষ্টা চালাচ্ছেন সেটাতে দীপুর উপর নির্ভর করতে পারেন। এছাড়া ধানমন্ডি এম্পোথিয়েটারে ওপেন কনসার্টটি ২০ শে জুন করা যায়। দি আর্লী দি বেস্ট।

দীপু বলেছিল ধানমন্ডি এম্পোথিয়েটারের অনুমতি সে সংগ্রহ করবে। সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা করতে পারবে। তাহলে তো হয়েই গেল। আপনি যদি আসিফকে কনফার্ম করতে পারেন তাইলে ভাল। না হইলেও ভাল।

ব্লগে যেসমস্ত শিল্পী আছে যেমন অরুপ রাহী, কনক, আনন এদেরকে আমি রিকুয়েস্ট করে দেখছি। আরো থাকতে পারে, যারা গাইতে পারে সেদিন। একটু খুঁজে বের করতে হবে। এছাড়া তিনচাকার শিল্পীরা তো আছেই। নো ফান নো টক, ডিসিশন অন দ্যা স্পট, গান হবে, নাটক হবে, ধানমন্ডী এম্পোথিয়েটার দেখবেন মুহূর্তের মধ্যে দর্শকে থৈথৈ করে উঠবে।

তারপর ব্লগার-স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের মাঝে ঘোষকের ঘোষণার সাথে শাশ্বতের জন্য ফান্ড তুলতে দর্শকদের সামনে খুতি নিয়ে ঝাপিয়ে পড়বে! বেয়াই গো গো গো! শাশ্বতের জন্য দৌড় লাগান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।