আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ারইনের তথৈবচ সিকিউরিটি : আমি নিরাপত্তাহীনতায় ভুগছি !

বন্ধ জানালা, খোলা কপাট !
গত পুরোটা সপ্তাহ ব্লগে আমার সময় দেয়া হয়েছে খুব কম । গত ৪৮ ঘন্টায় ব্লগে একবারের জন্যও ঢুঁ মারিনি । লগ-ইন তো করাই হয়নি । তারপরও আজিব ব্যাপার লক্ষ্য করলাম । গত ক'দিন ধরেই এটা লক্ষ্য করছি ।

প্রথমে গুরুত্ব দেইনি । ভেবেছিলাম নিজের ভুল । আজ আবার ব্যাপারটা লক্ষ্য করলাম - রাশেদের এই পোস্টে... ! এই পোস্টটি যেখানে এর আগে আমার চোখেই পড়েনি, সেখানে পোস্টে রেটিং করতে গিয়ে দেখলাম, আগে থেকেই আমার রেটিং দেয়া আছে ! কি করে সম্ভব ? আবারও বলছি, এই ঘটনা একবার নয়, বেশ ক'বার লক্ষ্য করেছি । নিশ্চিত হয়েছি , একটা কিছু সমস্যা হয়েছে ! সেই সমস্যাটা হতে পারে, আমার মতো নিরীহ বনি আদমের নিক হ্যাক ! প্রশ্ন হলো, কাজটা কে বা কারা করেছে ? এতে তাদের লাভ-ই বা কি ? এখন বুঝতে পারছি, এই কারণেই অদেখা কিছু মন্তব্য আমার দেখা হয়নি । দেখা হয়নি কারণ , এর আগেই আমার নিকে ওগুলো কেউ দেখে নিয়েছে ।

আমি খুবই নির্বিরোধী মানুষ । যতক্ষণ নিজের মাথার ভেতরে কেউ বিদ্রোহ করে না ওঠে, ততোক্ষণ কোন বিষয় নিয়ে হৈ চৈ করতে চাই না । ভাল্লাগেনা । আবার আমি কম্পু কানাও । বুঝি খুব কম ।

তাই, বিজ্ঞ কর্তৃপক্ষের কাছে একটা ব্যাখ্যা আশা করছি । একটা ব্যাখা পেলে খুবই কৃতার্থ হই । ধন্যবাদ সবাইকে ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।