আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে খোঁজা.....

পরাজিত হতে ভালবাসি।।তার অথর এই নয় জয়ের সামরথ আমার নেই...পুড়তে ভালবাসি...তার অরথ এই নয় পোরানোর সামরথ আমার নেই

অ-আ ভালভাবে শেখার আগেই মাত্র ৩বছর বয়সেই ছেলেটি শিখে যায় দাবা খেলা...তাকে যারা দাবা শিখিয়ে ছিল তাদের হারাতে না পারলেও ছোট্ট ছেলেটার বিপক্ষে জিততে তাদের ঘাম ঝরত....৩বছরের বড় ভাইয়ের সাথে ৫টা ম্যাচ খেললে ছেলেটা জিতত ৩টাতেই....৪বছর বয়সেই সে তার মাকে বলত"আমি বড় হয়ে নটরড্রামে(নটরডেম) পড়ব।" ১,২তে প্রথম সে...ভর্তি হল নতুন স্কুলে ক্লাস ৩তে...ধীরে ধীরে সময় পার হওয়ার সাথে সাথে পড়ালেখা,বিভিন্ন প্রতিযোগিতায় স্কুলের হয়ে সম্মান আনায় স্যারদের নজরে পড়ে..ড্রইং এর টিচার তো ছেলেটাকে আদর্শ ছেলে হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দিত...কোন প্রতিযোগিতা এলে সে প্রথমই ছেলেটার নাম দিয়ে দিত...ছেলেটাও স্যারের এই কাজের প্রতিদান দিত জেলা,বিভাগীয়,জাতীয় পর্যায়ে জিতে.... ছেলেটার সাফল্য মনযোগ দিয়ে শুনত তার বড় ভাই...মা শুধু বলত ভাল.. ৭ম শ্রেণীতে ওঠে ঝোকের বশে অংশগ্রহণ করল প্রথম দাবা প্রতিযোগিতায়..যদিও গত ৪বছর সেদাবা খেলেনি...তারপরও ওঠে গেল সেমি ফাইনালে..কিন্তু বন্ধু যাতে ফাইনালে উঠতে পারে তাই সে ছেড়ে দিল ম্যাচটা...তারপর আর কখনও দাবা খেলল না.... ছেলেটা বেশ ভালই ক্রিকেট খেলত...মাঠে কি স্কুলে সে সব সময়-ই ছিল ওপেনার।অনেকটা ওপেনিং স্পেসালিষ্ট...বল করত ১ বা ২ জনের পর..কিনতু ৮এ ওঠে স্যারের চাপে বন্ধ করে দিল খেলাধুলা...কমে আসতে লাগল তার পরিধি...৮এ রোল ছিল ৩।১-১০রোল পর্যন্ত সবাই বৃত্তি পেল শুধু ছেলেটা ছাড়া.... ৯এ ওঠলো...ঐ স্যার কে বাদ দেওয়া হলো...আবার ক্রিকেট খেলা শুরু করল...কিন্তু আগের ধারাবাহিকতা আর নেই..কোন দিন হয়ত ২৩ বলে ৪৯করে..কোন দিন হয়ত ১ওভারে ২৭ রান দেয়... এভাবে পেছাতে লাগল সব ক্ষেত্রে...৯এর বার্ষিক পরীক্ষার ফলাফলে জীবনে প্রথম বারের মত চলে গেল ১০এর বাইরে...তারপর.. তারপর শুরু হল নিজেকে ফিরে পাবার লড়াই....নতুন ভাবে শুরু সব..নাম দিল ১টি জাতীয় প্রতিযোগিতায়...হল ৫ম..নাম দিল ডিবেটিং ক্লাবে..উপস্থাপনা ও কথার ভঙ্গির জন্য জীবনের ১ম বির্তকেই কুড়াল শিক্ষকের প্রশংসা...ফিরে পেতে লাগল নিজেকে.... কিন্তু কিছু হারিয়ে ফেলল..হারিয়ে ফেলল ছবি আঁকা..কারণ হাত শুধু কাঁপে... এবার বাঁধা হয়ে এল নিয়তি...ছেলেটি বন্দি হল অন্য একটি শহরে..চার দেয়ালের মাঝে............ চলবে......... যারা কষ্ট করে সবটা পড়বেন আশা করি তারা মন্তব্য করতে কার্পণ্য করবেন না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.