আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: চাভাক্কড়ের সমুদ্র সৈকত

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

ভারতের কেরল প্রদেশের বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র গুরুভায়ুর শহরের থেকে কিছু দুরেই রয়েছে চাভাক্কাড় গ্রাম। এখানের সমুদ্র সৈকত যে খুব বিখ্যাত তেমন জনরব কোনোদিন শুনিনি।

২০০৫ সালের সেপ্টেম্বর মাসে আমি ও আমার বন্ধু প্রফেসর মল্লিক গেছিলাম কেরলের ত্রিসুর শহরে। কেরল প্রদেশটা ভারতের দক্ষিন পশ্চিম উপকূল বরাবর অবস্হিত। আকৃতিতে অনেকটা কাঁচা লঙ্কার মত। কেরল যাবো আর সমুদ্র দেখব না সে আবার হয় নাকি? তাই ত্রিসুর থেকে সমুদ্র দেখার লোভ সামলাতে না পেরে আমরা নিকটবর্তী চাভাক্কাড় গ্রামে গেছিলাম। নেহাতই ছোট গ্রাম।

ওখানে মূলত জেলেদের বসতি। এখানে পর্যটকদের ভিড় নেই কেরলের অন্য সব বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মত। নাই বা হল কেরলের স্টার আকর্ষন কালিকট, আলেপ্পি, ত্রিবান্দম, ক্যানানোর বা অন্য সব বিখ্যাত সী বীচ যা দেখতে সারা পৃথ্বিবীর মানুষ কেরলে আসেন। এই গেঁয়ো জঙ্গলী বীচেরও একটা আলাদা আকর্ষন ছিল। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে সৌন্দর্য।

পর্যটকদের ভিড় নেই, হোটেলের দালালদের হাঙ্গামা নেই, বাস ট্রেন গাড়ীর দূষন নেই। আছে শুধু প্রকৃতির রূপ। তবে যারা সমুদ্রের জলে চান করতে ভালবাসেন তাদের হয়ত একটু হতাশ হতে হবে। কারন এখানের সমুদ্রের জলে তেমন সমুদ্রের স্রোত বা ঢেউ নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।