আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে একটা নতুন ব্লগ সাইট খুলবেন?

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

১. সামহয়ারের ব্লগারদের মধ্যে আপনার পছন্দের কয়েকজনকে নিয়ে ফেসবুক বা ইয়াহু গ্রুপে একটা ক্লোজড নেটওয়ার্ক খুলুন। ব্যাপকভাবে আলোচনা করুন কেন সামহয়ারের মাধ্যমে সম্ভব নয়। গ্রুপ মেম্বাররা স্বতঃস্ফূর্ত ভাবে আরেকটা ব্লগ সাইট করার কথা বললে কাজ শুরু করে দিন। ২. কাজে হাত দেওয়ার পর বাতাসে ছড়িয়ে দিন নতুন একটা সাইট আসছে।

৩. কাজ শেষ পর্যায়ে এলে সামহয়ারে গ্যাঞ্জাম লাগানোর জন্য উপযুক্ত পরিস্থিতি খুঁজুন। এবং মোক্ষম সময়ে মোক্ষম ইস্যু বের করে গ্যাঞ্জাম লাগিয়ে দিন। ৪. ব্লগারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে কৌশলে নতুন ব্লগ সাইটটির ঠিকানা দিন। বা ব্লগাররা কীভাবে সেই সাইট খুঁজে পেতে পারে তা বুঝিয়ে দিন। ৫. নিশ্চিত থাকুন সামহয়ার থেকে তাৎক্ষণিকভাবে ৫০-৮০ জন ব্লগার নতুন ব্লগ সাইটে যোগ দিবেন।

৬. এই পদ্ধতিটা আগে খুব চলতো, কিন্তু এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ কর্তৃপক্ষ এই প্রোপাগান্ডা বিষয়ে বিশেষভাবে সচেতন। তাই ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন। রেডিমেট ব্লগার পেতে সামহয়ারের বিকল্প নাই। তাই ভাগাতে হলে এখান থেকেই ভাগাতে হবে।

কিন্তু কি সেই পদ্ধতি? সেটা জানার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ৭. জানতে হবে অনেক কিছু, শিখতে হবে আরও বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.