আমাদের কথা খুঁজে নিন

   

এই সাইটে যারা কোরান / হাদিস পোস্ট করেন তাদের বলছি



অযথা যত্রতত্র উপদেশ দিলেই তা কাজে লাগে না। এই সাইটে যে গালাগালি হয় তার সাথে কোরান যুক্ত না করাই শ্রেয় । কোরান নিয়ে খেলা না করাই কি ভাল না? এটা করতে তো কোরানেই মানা করা আছে তাইনা? অনুগ্রহপূর্বক এই আয়াত গুলো দেখুন : 004.14: Already has He sent you Word in the Book, that when ye hear the signs of Allah held in defiance and ridicule, ye are not to sit with them unless they turn to a different theme: if ye did, ye would be like them. For Allah will collect the hypocrites and those who defy faith - all in Hell:- 006.066: But thy people reject this, though it is the truth. Say: "Not mine is the responsibility for arranging your affairs; 006.067: For every message is a limit of time, and soon shall ye know it." 006.068: When thou seest men engaged in vain discourse about Our signs, turn away from them unless they turn to a different theme. If Satan ever makes thee forget, then after recollection, sit not thou in the company of those who do wrong. 003.199: And there are, certainly, among the People of the Book, those who believe in Allah, in the revelation to you, and in the revelation to them, bowing in humility to Allah: They will not sell the Signs of Allah for a miserable gain! For them is a reward with their Lord, and Allah is swift in account. যারা কোরান মেনে চলতে চায় তাদের জন্য কোরানের কপি/লিংক সংগ্রহ করে পড়ে নেয়া কোনো কঠিন কাজ না । কিন্তু যারা কোরান /হাদিসের বিপক্ষে বলতে চায় তারাই এই পোস্ট গুলোর সর্বোচ্চ ব্যবহার করে । আর তাদেরকে কোরান/হাদিসের বিরোধিতা করার সুযোগ করে দিয়ে আমাদের স্বল্পশিক্ষিত ধার্মিকরা ধর্মের অবমাননা তে লিপ্ত রয়েছেন।

যখন এই সাইটে কোরানের আয়াতের পাশাপাশি বলিউডি ছবি আর তদ্রুপ পোস্ট আসে তখন কি আপনাদের ধারণা মানুষ পরিশুদ্ধ চিত্তে কোরান পাঠ করে দ্বীনি অশেষ এলেম হাসিল করবে? অনুগ্রহপূর্বক সুরা ওয়াক্বিয়া এর নিম্নোক্ত আয়াত দুটির মর্জাদা বজায় রাখুন এবং কোরানের আলোচনায় কোরানের নির্দেশিত পথ অবলম্বন করুন 056.078: In Book well-guarded, 056.079: Which none shall touch but those who are clean: যারা এসব আয়াতের ব্যাখ্যা দাবি করবেন এবং চুলচেরা বিশ্লেষণ করে বলবেন এতে আমরা মতভেদ পেয়েছি তাদের উদ্দেশ্যে বলব, কোন অনুমতি ফেকাহ শাস্ত্রে থাকলেই তা সবসময় ব্যবহার‌য নয় । যেমন তায়াম্মুম এর অনুমতি আছে বিধায় আপনি সবসময় তায়াম্মুম করে চালিয়ে দিতে পারেন না । কোরান অযু ছাড়া পড়ার অনুমতি থাকলেও এটা সর্বজন স্বীকৃত যে বিনা অযুতে না পড়াই শ্রেয় । তদুপরি কোরান পড়ার পূর্বেই আউজুবিল্লাহ... পড়ে নেয়ার জন্য আদেশ করা হয়েছে স্বয়ং কোরানেই । অতএব আপনারা ইসলাম প্রচার করতে দয়া করে কোরানের বর্ণিত নীতিমালা থেকে বিচ্যুত হবেন না এটাই আশা করব ।

অনুগ্রহ পূর্বক কোরান /হাদিস নিয়ে ছেলেখেলা বন্ধ করুন । অন্যথায় আপনাদেরই অন্যদের কৃত দুষকর্মের গোনাহ বহন করতে হবে । বিঃদ্রঃ আমি এখানে কোরান থেকে উদ্ধৃতি করতাম না, কিন্তু যারা কোরান নিয়ে পোস্ট করেন তারা নিজেদেরকে পন্ডিত মনে করেই করেন । তাই তাদের জন্য এই আয়াত গুলোর উদ্ধৃতি দেয়া হল । অন্যথায়যারা জানে তাদের জন্য ইঙ্গিত ই যথেষ্ঠ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।