আমাদের কথা খুঁজে নিন

   

"ভাই আপনি কি আপনার আবেগ ও মুল্যবোধ বেচবেন? এখানে আবেগ ও মুল্যবোধ ন্যাজ্য দামে কেনা হয়।"

ফ্রেমে ফাগল....

মানুষকে কাঁদিয়ে অসুস্থ এক প্রকৃয়ায় পণ্য বিক্রির একরকম পায়তারা করছে কর্পোরেটগুলো। টিভি খুললেই আবেগবর্ষী বিজ্ঞাপন। আবেগী এই জাতির মনস্তত্ব নিয়ে ব্যবসাকে কোন ভাবেই সমর্থন করা যায় না। মুঠোফোন কম্পানীর বিজ্ঞাপন গুলো এক পা এগিয়ে। এক বাচ্চার হাতে বেলুনে চিঠি লিখে মৃত মায়ের উদ্দেশ্যে পাঠানো অথবা দুই বন্ধুর মধ্যে পারস্পরিক ভালবাসা ও কতর্ব্যকে পণ্য বিক্রির মতো একান্তই কোম্পানীর লাভের বিষয়কে লক্ষ্য রেখে যখন বানানো হয় তখন মনে প্রশ্ন জাগে এরা কি আসলেই এই আবেগী মুল্যবোধের মানবিক গুরুত্বটা বোঝে? দিনে প্রায় একশত বার দেখা এই ব্যাপারগুলো আসলে পরবর্তীতে মানুষের অনুভুতিতে আর স্পর্শ করে না এবং এর ফলসরূপ এই অনুভুতি গুলো সস্তা ও অভিনয় বলে মনে হতে থাকে। আমরা কি আসলে এটাই চাই, যে আমাদের সুক্ষ্ম অনুভুতির ইন্দ্রীয় গুলো ভোতা হয়ে যাক? নাকি অন্য কিছু যেমন অনুভুতি শুন্য একদল কমদামী শ্রমিক যারা আসলে মানব-রোবট? সবার মতামত চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।