আমাদের কথা খুঁজে নিন

   

আউটসোর্সিং এর ব্যাবহার আর গ্রাম্য মেধা-১

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

পূর্বের পোষ্টের ধারাবাহিকতায় আজকের পোষ্ট: আউটসোর্সিং এর ব্যাপারে বলছি তবে একটু অন্যভাবে। আমরা মেধা রপ্তানি করি, সেক্ষেত্রে মেধা একপ্রকার পাচার হয়ে যায়। কিন্তু চিন্তা করেন, আপনার মেধা আছে আর আপনার মেধার ব্যাবহারটা অনেক প্রসারিত। আপনি চাচ্ছেন ধরি মাছ না ছুই পানি। আপনি করলেন কি, আপনার মেধাকে ভাড়া খাটালেন।

এতে করে আপনার মেধা আপনার এলাকাতেই থাকলো, আপনার মেধারও যোগ্য ব্যাবহারো হলো আর বৈদেশিক মূদ্রাও আসলো ঘরে। এটাই আউটসোর্সিং, পোষ্টের নিচে কিছু লিংক দেয়া হয়েছে এব্যাপারে। আগের পোষ্টটি পড়ার জণ্যে নিচের লিংকটা দেখুন: গ্রাম্য মেধা আর টেকনোলজী। দেশ ও দশের জন্য - একটা উপায় গ্রামের ছেলেদের কেউ কেউ নিজ গুণে একদিন এসে বুয়েটের মতো প্রতিষ্ঠানে পড়ছে। সন্দেহের অবকাশ নাই যে আমাদের প্রত্যন্ত গ্রামে মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে।

আমি কিন্তু জন্ম থেকেই শহরের আলো বাতাসে বেড়ে উঠেছি। আর আমি তাদের মত মেধাবিও না। শহরের স্কুল-কলেজ পড়ুয়ারা আজকাল প্রোগ্রামিং শিখছে। গ্রামের মেধাবীদেরও শিখানো সম্ভব। প্রয়োজন সৎ-সাহসী মানুষের।

আমার সাহস, সহযোগীতার মনোভাব আছে, আইডিয়া আছে, কিন্তু সামর্থ নাই। আমার আইডিয়া শেয়ার করছি। আর আমি একলা চলো নীতিতে বিশ্বাসী, এখানে লিখার উদ্দেশ্য, কেউ যদি আমাকে পরামর্শ অথবা সহযোগিতা দেয়, এই আশায়া। আমি গ্রাম্য মেধাগুলি কাজে লাগিয়ে আইটি আউটসোর্সিং এর কথা চিন্তা করছি। এটা সম্ভব হতে পারে বর্তমানে।

সংক্ষেপে পরিকল্পনাটা এমন হতে পারে: প্রথমে আমাদের নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। ভালো কিছুর জণ্য জনমত সবসময় দরকার হয়না, আর এটা স্বল্প পরিসরে চিন্তা করতে হবে। তারপর, সেচ্ছাসেবক ট্রেনার দের দ্বারা কিছু গ্রামের টেলেন্ট খুজতে হবে। এরপর প্রশিক্ষণ। এই পর্যন্ত প্রাথমিক পরিকল্পনা।

এই পর্যন্ত হচ্ছে উঠান, এই উঠান পেরুতে পারলেই অর্ধেন মুশকিল আশান!! তারপর প্রশিক্ষণ শেষে ছোট্ট একটা সেটআপ। তারপর এগিয়ে চলা। প্রাথমিক অনুভুতি: বলতে যত সহস করতে তত কঠিন। তাই পরামর্শ চাই। কেউ আমার সাথে আসলে তাকে সাদর আমন্ত্রণ।

আউটসোর্সিং এর লিংকস উইকিপেডিয়াতে আউটসোর্সিং ফ্রিলেন্সিং সাইট্স আইটি/প্রোগ্রামিং আউটসোর্সিং এরকম আরো অনেক সাইট আছে। চলবে..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.