আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ শেখ হাসিনাকে ছাড়া কোনভাবেই সংলাপে যাবে না, সরকারও নমনীয়



ঢাকা, ২৭ মে (মিডিয়া ফর মিডিয়া)- আওয়ামীলীগ শেখ হাসিনাকে ছাড়া কোনভাবেই সংলাপে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। মঙ্গলবার রাতে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের মূলতবি বৈঠক শেষে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান। জিল্লুর রহমান বলেন, "মুক্ত ও স্বাধীন শেখ হাসিনাকে ছাড়া আমরা কোনোভাবেই সংলাপে যাবো না। " আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা গত সোমবার বর্ধিত সভায় হাসিনা ছাড়া সংলাপে বা নিবার্চনে না যাওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতাদের। এ সভায় জেলা পর্যায়ের নেতারা শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন কর্মসূচি দেয়ার পক্ষে জোরালো বক্তব্যও দেয়।

তিনি বলেন বর্ধিত সভায় তৃণমূল নেতাদের বক্তব্যের প্রতি পূর্ণ মর্যাদা ও সম্মান জানিয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্ধিত সভায় তাদের বক্তব্য অনুমোদন করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন আওয়ামীলীগ শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে যেতে চায়। সংলাপে নাম দিলে তিনিই দেবেন। অন্যদিকে, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানান সংলাপে সাবেক দু' প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ রাজনৈতিক দলের বিভিন্ন দাবিদাওয়া সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। দু' শীর্ষ নেত্রীর সংলাপে অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলির সব দাবিই সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.