আমাদের কথা খুঁজে নিন

   

সরকারে আওয়ামীলীগ হরতাল ও ডেকেছে আওয়ামীলীগ !!!!!!!!



চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শনিবার অর্ধদিবস এবং পরদিন রোববার পুর্ণদিবস হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পৌর নাগরিক কমিটি। রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র প্রার্থীর মনোনয়ন আদালত কর্তৃক স্থগিত, সমর্থকদের ওপর পুলিশি হামলা এবং ৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে শুক্রবার এ কর্মসূচির ঘোষণা দেয় নাগরিক কমিটি। পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন শীর্ষ নিউজ ডটকমকে জানান, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ও শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বৈধতার রায় স্থগিত, সমর্থকদের ওপর পুলিশি হামলা এবং ৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এ কর্মসূচি নেয়া হয়। রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র প্রার্থীর সমর্থকেরা পৌর নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন। উল্লেখ্য, শাহাজাহান সিকদার ও কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার রায় গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্থগিত করা হয়। খবর পেয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকেরা ওই দিন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিােভ করে দুই কিলোমিটার অংশে গাছের গুঁড়ি ও টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের লাঠিপেটায় শাহজাহান সিকদারসহ অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ শাহজাহান সিকদারকে প্রধান আসমি করে অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। এইখানে গুতান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.