আমাদের কথা খুঁজে নিন

   

বাবরীঝাড় পল্লীতথ্যকেন্দ্রে তথ্যমেলা


গত ২৪ মে ২০০৮ নীলফামারী জেলার সদর উপজেলার বাবরীঝাড় পল্লীতথ্য কেন্দ্রের আয়োজনে তথ্য মেরা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথী ছিলেন স্থানীয় ইজনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) ও মানুষের জন্য ফাইন্ডেশন এর সহযোগীতায় আয়োজিত এ মেলায় ডি.নেট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোস্তানজিদা আল নূর, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মোঃ খায়রুজ্জামান, সহকারী পরিচালক, জনাব আহমেদ আদিল, প্রোগ্রাম এ্যাসোসিয়েট (সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার) ও প্রতাপ সরকার বিজয়, প্রোগ্রাম এ্যাসোসিয়েট । মেলায় চারটি স্টল থেকে এলাকার গনমানুষের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আইন ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা সেবা গ্রহীতাদেন মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মেলা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় স্থানীয় ষিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ডি.নেটের সৌজন্যে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিডিও প্রদর্শনীতে কৃষি, ভূমি নিবন্ধন, অবলম্বন ও গুনীজন সম্পর্কে উপস্থিত দর্শকদের মাঝে ধারনা দেয়া হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।