আমাদের কথা খুঁজে নিন

   

দুদকে হাতবোমা নিক্ষেপ

বুধবার সকাল ৯টার দিকে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের দিকে দুটি হাতবোমা ছোড়া হলে এ দুটি সশব্দে বিস্ফোরিত হয় বলে কর্মকর্তারা জানান।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলায় গত রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
দুদকের ওই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
ওই হরতালের মধ্যে তারেকের মামলার বাদী দুদকের কার্যালয়ে বোমা ছোড়া হলো।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে কারো কোনো ক্ষতি হয়নি।


কারা এই বোমা ছুড়েছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তবে বিস্ফোরণের পরপরই ওই এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।
হরতালের আগের দিন কয়েকটি গাড়ি পোড়ানোর মধ্যে ইস্কাটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাড়িতেও বোমা ছোড়া হয়েছিলো।
কয়েকমাস আগে একইভাবে বোমা ছোড়া হয়েছিলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের গুলশানের বাড়িতে।


এই সব বোমা হামলার জন্য সরকারি দলের নেতারা বিরোধী দলকে দায়ী করলেও বিএনপির দাবি, সরকারের ‘লোকজন’ এসব ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.