আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিকি ফ্রাইডে....!

....

আজ বেশ অনেক দিন পর বাইরে বের হইসি! বাসা থেকে বের হতেই একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় করে যেতে যেতে খেয়াল করলাম কোথাও কোনো ভিড় নাই। সব কেমন জানি ফাকা ফাকা টাইপ হয়ে আছে। কারন বের করার চেষ্টা করলাম এবং বের করেও ফেললাম আমার ঘড়ি দেখে! আজ শুক্রবার !! এত্ত বড় একটা আবিষ্কার এর পর আমার নিশ্চই আনন্দ পাওয়ার কথা ছিলো! কিন্তু সেটা হলো না। বরং আমার ম্যজাজ একটু খারাপ হলো।

আজ আমার একটা ডিভিডির দোকানে আর পোস্ট অফিস এ যাওয়ার কথা ছিলো কথা রাখা যাবে না। শুক্রবার এ বন্ধ থাকে....... তবে আমি হতাশ হলাম না! আরেক দোকানে গিয়ে পাঁচটা ডিভিডি নিয়ে আসলাম। তবে আমি যে মুভি গুলোন চাইলাম সেগুলার একটাও ছিলো না ওদের কাছে শুধু শান্তা পরিবার টা ছিলো! ...শান্তা পরিবার আমার খুব প্রিয় একটা বই। আমি কেন যানি মাঝে মাঝেই পড়ি বইটা...... ডিভিডি নিয়ে হাটলাম বেশ কিছুদূর...একসময় ঠিক করলাম রিক্সা নেয়ার। দাড়ায় আসি...হঠাৎ পাশে একটা টোকাই মত একজন এসে দাড়ালো।

আমি ভাবলাম ভিক্ষা চাচ্ছে...কিন্তু না..সে চায় আমি দোকানের কার্নিশে আটকায় যাওয়া তার ঘুড়িটা পেরে দেই! আমি তাকে তার ঘুড়ি দিয়ে রিক্সা করে বাসায় আসলাম। আসার পথে অদ্ভুত ২ টা ড্রেস পরে একটা কাপল দেখলাম । তাদের ড্রেস টা খুব অবাক লাগসে আমার কাছে!! কিন্তু আমি কিভাবে ব্যাখ্যা করবো বুঝতেসি না! যাক গে..... আমার ইন্টারনেট কানেকশান খুব ঝামেলা করতিসে,পিসিটাও স্লো হয়ে গেসে...আমি ভেবে পাচ্ছিনা তার ফিজিকাল মেমরীগুলো গেসে কোথায়। ইন্টারনেট এর জন্য জিপিতে কম্প্লেইন করলাম কিছু আগেই অরা ফোন দিলো...দিয়ে হাবিজাবি কয়ে বলল উই আর অন ইট স্যার! ঠিক তার পর থেকেই আবিষ্কার করলাম আমি কোনোভাবেই আমার মেইল একাউন্ট এ লগইন করতে পারছিনা...সেইসাথে কোনো রিডাইরেক্টেড পেইজ এও ঢুকতে পারতেসিনা। অথচ এক সাইট এ দেখি ২০ কিলোবাইট পার সেকেন্ড এ ফাইল নামতেসে!! জিপির সমস্যা গুলা আমি বুঝতেই পারিনা।

গত কয়েকদিন আমি একদম পুরোনো শার্ট এর মত কুকরি মুকরি হয়ে মলিন ভাবে পরে ছিলাম। আজ দেখি তা নাই ....গতকাল রাতে আমি নিজের কাছেই নিজে ২টা শর্ত দিসিলাম! আমি সেগুলা পূরণ করতে পারসি আজকে!আই এ্যাম ইম্প্রেসড তাই আজ আমি মন অতটা মন খারাপ করে বিষন্ন মনে ব্লগাচ্ছিনা ! যদিও এই জিপি আমাকে আমার মেইল চেক করতে দিচ্ছে না...তবুও আজ কেন যানি আমি রাগ করার চেষ্টা করছিনা............. পুনশ্চ: আমার মনে হয় আমি একটু পর ই রেগে যাবো এবং জিপির দিকে রাজ্যের হতাশা দলা পাকিয়ে ছুরে দিয়ে আজ রাতে মেইল করার কথা ভুলে যাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.