আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় আমাদের দেশ ? কি তার ভবিষ্যৎ? কোন পথে যাচ্ছি আমরা ? কিইবা আমাদের উদ্দেশ্য? আমাদের কি করা উচিত ছিল? আর আমরা কি করছি ?

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । প্রশ্নের পর প্রশ্ন মাথায় উকি দেয় , আমি জবাব খুঁজি , জানতে চাই প্রশ্নের উত্তর । কে দিবে আমার প্রশ্নের উত্তর ? আছে কি কেও ? নির্ভর যুগ্য কাউকে খুজে না পেয়ে নিজেই নিজের প্রশ্নের উত্তর খুজার জন্য আমার বিবেক কে প্রশ্ন করি না, বিবেকটা এখনো অকেজো হয়নি । আমার বিবেক আমার প্রশ্নের জবাব দেয় । বিবেক আমাকে বলে তুমি স্বাধীনতা পেয়েছ কিন্তু পাওনি মুক্তি ।

তুমি তুমার তুমার ভবিষ্যৎ গড়ার ভিত্তি পেয়েছ কিন্তু রাষ্ট্র তুমাকে দেয়নি সুযোগ । তুমার উদ্দেশ্য ছিল মহৎ কিছু করা । কিন্তু রাষ্ট্রের অবহেলা তুমায় ঠেলে দিয়েছে অন্ধকারে । আমি ভাবি কথা গুলো কি মিথ্যা ? না একদমই না আমার বিবেক আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে । আসুন উত্তরের সঠিকতা যাচাই করি , আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি ? চারিদিকে চলছে খুন,হত্যা,ধর্ষন, দূর্নীতির এক মহা উৎসব ।

দূর্নীতির ওই আখরায় বসে তথা কথিত দেশপ্রেমিক নেতা নেত্রীরা যখন ন্যায়ের কথা বলে তখন আমরা সব জেনেও চুপ করে থাকে প্রতিবাদ জানাইনা বলিনা এই কথাটি যে আপনিইতো অন্যায়কারি আপনার মুখে ন্যায়ের কথা মানায়না । চুরের হাতে কখনো চুরির বিচার হয়না ঠিক তেমনি দূর্নীতিবাজ নেতা নেত্রীদের দ্বারা দেশের উন্নতি কামনা করা আমাদের ভাবনার অক্ষমতা ছাড়া আর কিছুইনা । দোষ তাদের নয় যারা দূর্নীতি করে, দোষ আমাদেরই কারন আমরাই যেনে বুঝে তাদেরি ক্ষমতায় বসাচ্ছি যাদের আকন্ঠ পর্যন্ত ডুবে আছে দুর্নীতিতে । তাই তারা অবৈধ টাকার গরমে দেশটাকে তাদের বাপ দাদার সম্পত্তি বলে মনে করে । পাঠক নিশ্চই ভাবছেন আমি দূর্নীতি এত কথা লিখছি কেন, কিন্তু আপনি একটু খেয়াল করলেই বুঝবেন যে আমাদের দেশের বেশিরভাগ সমস্যার পিছনেই আছে দূর্নীতি ।

আজকে অতি সল্প আয়ের রিক্সাওয়ালাদের কাছ থেকেও চাঁদাবাজরা চাঁদা আদায় করে সেই চাঁদার বড় একটা অংশ আবার যায় তথাকথিত সেই দেশকে উদ্ধার করনেওয়ালা আদর্শ বিবর্জিত নেতা নেত্রীদের পকেটে আর সেই চাঁদাবাজদের শেল্টার কিন্তু আবার তারাই দেয় । এই বিরাট ব্যাখ্যার কারন একটাই কারন আমি বুঝাতে চেয়েছিলাম দূর্নীতির সাথে অপরাপর অপরাধগুলো অনেকাংশেই জড়িত । আজকে অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করা ছাত্রটিও চাকরি পায়না কারন বড় কর্তাদের কে অর্থ নামক মহা মূল্যবান উপঢৌকন দিতে সে অক্ষম পর্যাপ্ত আর্থিক সামর্থ না থাকায় । তখন যেন কবি নজরুলের সেই বিখ্যাত কবিতার লাইনটিও বড়ো বেশি অনুপযুক্ত মনে হয় " হে দারিদ্র তুমি মোরে করেছ মহান " । জানিনা কবি নজরুল কি প্রেক্ষাপটি এ কথাটি সেদিন লিখেছিলেন তিনি যদি আজ বেঁচে থাকতেন তবে বর্তমানে আমাদের দেশের এই প্রেক্ষাপটে এমন কথা তিনে নিশ্চই লিখতেননা ।

ক্ষমতা যখন হাতে থাকে তখন থলের কালো বিড়ালটাও সাদা হতে বাধ্য । ক্ষমতা যখন হাতে থাকে তখন খাঁটী দূর্নীতিবাজরাও পায় দেশপ্রেমিকের সার্টিফিকেট । আমরা আজ জেনে শুনেই পেট নিতিতে অন্ধ হয়ে থাকা নেতা নেত্রীদের হাতেই ৫ বছর পর পর দেশের ক্ষমতা তুলে দেই । এ যেন নিজের মৃত্যুর জন্য নিজেই গর্ত খুরে রাখার ব্যবস্থা করা । এভাবে আর যাই হওক একটা দেশ চলতে পারেনা ।

তাই আমার বিবেক পরিশেষে আমাকে ও আপনাকেই দায়ী করে আমাদের এই দূরাবস্থার জন্য । আর ধিক্কার জানায় অন্যায়ের প্রতিবাদ করতে না পারায় । পরিহাশ করে নিজের অধিকার সম্পর্কে উদাসীন থাকায় । আমি ব্লগের দুনিয়ায় একেবারেই নতুন । কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.