আমাদের কথা খুঁজে নিন

   

কেবিসি ৭-এর প্রথম কোটিপতি তাজ মহম্মদ

সাত বছরের দৃষ্টি প্রতিবন্ধী কন্যার চিকিৎসা হবে। সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশের জন্য একটা বাড়ি কিনবেন। সেইসঙ্গে ৩ জন দুস্থ মেয়েকে পড়াশোনা শেখানো ও ২ জন অনাথ মেয়ের বিয়ে দেবার স্বপ্ন দেখেন তিনি। আর এই মানুষটি হলেন 'কউন বনেগা ক্রোড়পতি'- ৭ এর প্রথম কোটিপতি তাজ মহম্মদ রংরেজ।  

ভারতের কোটিপতিদের তালিকায় সদ্য সংযোজিত হয়েছে তাজের নাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাজ মহম্মদ রংরেজ বলেন, "এখনও বিশ্বাসই করতে পারছি না যে আমি একজন কোটিপতি। বেশি ভালো লাগছে এটা ভেবে যে এই সিজনের আমিই প্রথম কোটিপতি"।

বাড়ি উদয়পুরে। পেশাগত জীবনে ইতিহাসের শিক্ষক। উদয়পুরের ফতেগড় স্কুলে গত ১০ বছর ধরে শিক্ষকতা করছেন।

সনি টিভির 'কউন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে হটসিটে বসে প্রথম থেকে নবম প্রশ্ন পর্যন্ত একটিও লাইফলাইন ব্যবহার করেননি ইতিহাসের এই শিক্ষক। অনুষ্ঠানে তাজের সঙ্গে এসেছিলেন তার দিদি।

তাজ মহম্মদ রংরেজ-এর কোটিপতি হয়ে ওঠার পর্বটি আগামী ১৫ সেপ্টেম্বর ভারতীয় টিভি চ্যানেল সনি-তে সম্প্রচারিত হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।