আমাদের কথা খুঁজে নিন

   

উনিশটি কাকতাল

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

১. পাশের গাড়ীটা সব সময় জ্যাম ছুটলে আগে যাবে। ২. পাশের ফ্লাটের সাথে সুসম্পর্ক থাকবে না। ৩. সংবাদের সময় চ্যানেল চেঞ্জ করলে অন্য চ্যানেলে একই খবর দেখবেন। ৪. গাড়ী সবসময় জ্যামের মধ্যে নষ্ট হবে। ৫. পকেটের যখন ১০০ টাকা থাকবে তখন আপনার শূন্য মনে হবে, যখন ১ টাকা থাকবে তখন আর শূণ্য মনে হবে না।

৬. বস যখন ডেস্কে আসবে তখন আপত্তিকর উইন্ডো মনিটরে চলে আসবে। ৭. বিয়ের ঠিক পরের ঘটনাগুলো ছেলেদের মনে থাকে না। বিয়ের ঠিক অব্যবহিত আগের ঘটনা মেয়েদের মনে থাকে না। ৮. উত্তেজিত অবস্থায় অপ্রচলিত শব্দ মুখে চলে আসে। ৯. অবিশ্বাস করবেন না কাউকে; বিশ্বাস করবেন খুবই অল্পকে।

১০. সহকর্মী কখনও বন্ধু মনে হবে না, আবার শত্রুও মনে হবে না। ১১. রিকশাওয়ালাকে প্রথমেই টাকার কথা বললে যেতে চাইবে। ১২. সিএনজি ড্রাইভারদেরকে ১০ টাকা বেশী দিলেও আপনাকে ধন্যবাদ দেবে না। ১৩. নিউমার্কেটে বন্ধের দিন যাবেন। ১৪. বৃহস্পতিবার ব্যাংকের সময় শেষ হলে টাকা তোলার কথা মনে পড়বে।

১৫. একাকী অবস্থায় ভালোমানুষ হতে চাইবেন! ১৬. গভীর রাতে এ্যাসিডিটি সমস্যায় পড়বেন। ১৭. অশ্লীল ছবি দেখে ছবির পাত্র-পাত্রীদের সন্বন্ধে খারাপ ধারণা জন্মাবে না। ১৮. সিগারেটের শেষ টানের আগের টান খারাপ লাগবে। ১৯. লেখা পোস্ট হওয়ার পর বানান ভুলগুলো দেখতে পাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।