আমাদের কথা খুঁজে নিন

   

ক্র্যাশড ডিভিডি....

....

সে মনে হয় একটা ক্র্যাশড ডিভিডির মত হয়ে যাচ্ছে !..... অনেক অনেক স্মৃতি মাথায় নিয়ে পরে আছে চুপচাপ....কোনো কাজে আসছেনা।। কিছু কিছু স্মৃতি সে সাড়াটা জীবন মনে রাখতে চায়...কিছু কিছু একেবারে মুছে ফেলতে। কিন্তু ....ঐ যে ক্র্যাশড ডিভিডি। read only মেমরী! মুছে ফেলা যাচ্ছেনা। ***** ধুর!! কি যে লিখি! ...... মাঝে মাঝে মাথায় কিসব হযবরল দেখতে পাই আমি । উদ্দেশ্যহীন গাধার মত ঘুরে বেড়াচ্ছে ইতিউতি সেইসব হ য ব র ল আমার ছোট্ট মাথার ভিতর। কখনো মনে হয় গাধাটাকে একটু ঘাস খাওয়াই!! এই ঘাস খাওয়ানোর সময় গুলান আমার জন্য খুব মজার টাইম! এই সময়গুলায় আমি ফূর্তিতে থাকি ..মহা ফূর্তিতে! ...ইউটোপিয়ান যখন আমার চারিদিক হতাশা ঘিরে ফেলে....আমার চারপাশ অন্ধকার হয়ে যায়.... সেই অন্ধকারে আমি গাধাটাকে খাওয়ানোর মত ঘাস খুজে পাইনা.... আবার কখনও গ্রহের দোষে ওটাকে তাড়িয়ে দিতে হয়....(দীর্ঘশ্বাস....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.