আমাদের কথা খুঁজে নিন

   

মাই বেস্ট ফ্রেন্ড! Missing u!!

mdsakature@yahoo.com

আমি তখন ডিগ্রী সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার বন্ধু-বান্ধবীদের মাঝে একজন বান্ধবী ছিল যার নাম রুমি। ও খুবই সহজ সরল ছিল। ও ছিল হিন্দু। খুব ভালো একটা মেয়ে।

একদিন কলেজে গিয়ে দেখি এখনও কেউ আসেনি শুধু রুমি এসেছে আর একপাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম-এই রুমি! চল আমরা দুজনে কিছু খেয়ে আসি। ও বলল, চল্। তারপর আমরা একটা ফাস্ট ফুডের দোকানে গেলাম। দোকানের ছেলেটা বলল- কি খাবেন ভাই? আমি বললাম, সমুচা দেন দুজনকেই।

ছেলেটা ছোট করে বলল- ভাই, এটা বিফ্ সমুচা। এই কথাটা আমি খেয়াল করিনি। তারপর দুজনে খেতে লাগলাম। রুমি বলল- সেকেতুর, তুই কি জেনে নিয়েছিস এগুলো ছাগলের মাংস দিয়ে তৈরি কি না? আমি বললাম - কেন রে? ও বলল- কারণ আমি যে গরু খাবো না। ততক্ষনে দুজনের পেটে চলে গেছে ৪টা সমুচা।

আমি জিহ্বায় কামড় খেলাম আর ততক্ষণে রুমি বুঝতে পারল ব্যপার কি। ও খুব বমি করতে লাগল। এখনও ঘটনাটা ভাবলে আমার খুব খারাপ লাগে। যদিও আমি ইচ্ছে করে কোন কিছু করিনি। রুমিও আমাকে ভুল বুঝেনি, কারণ ও জানে আমি কি রকম।

বন্ধু, তোকে এই অধম বন্ধুটা অনেক মিস্ করে। যেখানে থাকিস, ভালো থাকিস। Missing u!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।