আমাদের কথা খুঁজে নিন

   

যে পংক্তিগুলো আমার হ্রদয়ে গাঁথা !!!



জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনাণী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা । । তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সাঁনাই বাঁজে নিয়ে যাবার পালকি এসে দাড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘঃশ্বাস নিয়ে যেতে হয় -- সবাইকে অজানা গন্তব্যে !!! হঠাৎ ডেকে উঠে নাম না জানা পাখী অজান্তে চমকে উঠি জীবন ফুরালো নাকি ??? ১৪ বছর আগে পহেলা বৈশাখ উপলক্ষে ফিডব্যাকের একটা অডিও এলবাম রিলিজ হয়েছিলো (বঙ্গাব্দ ১৪০০) নামে। ফিডব্যাকের যত এলবাম বের হয়েছে তার মধ্যে এটাই আমার মতে সবচেয়ে জনপ্রিয়। প্রত্যেকটা গান অসাধারন।

একটা গান নিয়েতো একজন মনে হয় ব্লগে একটা পোস্টও দিয়েছিলো (পারওয়ারদিগার গান নিয়ে)। এই এলবামের আলাদা একটা বৈশিষ্ট আছে সেটা হলো কয়েকটা গানের শুরুতে কবিতার কিছু পংক্তি দেওয়া আছে গানের কথা এবং থিমের সাথে মিল রেখে। তেমনি একটা গান পালকি এবং এই গানের শুরুতে উপরোক্ত কবিতাটা আবৃত্তির পর গান শুরু হয়। কবিতাটা শুনার পর থেকেই এটা আমার মাথায় ঢুকে গেছে। গত ১৪ বছরে আমি যে কত হাজার বার এই কবিতাটা শ্বয়নে-স্বপনে-জাগরনে আবৃত্তি করেছি বা লিখেছি তার নির্দিশ্ট কোন হিসাব নেই।

তাই যখন ব্লগিং শুরু করলাম ভাবলাম যে ব্লগইবা বাদ যায় কেন, ব্লগেও লিখি। জানিনা আমার লিখাটা কারো ভালো লাগবে কিনা? কিন্তু তারপরও লিখলাম কারন আমার মনে হয় এই পংক্তিগুলো আমাদের জীবনের সাথে আশ্টেপিশ্ট জড়িয়ে আছে এবং জীবনের শুরু থেকে শেষঅব্দি থাকবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।