আমাদের কথা খুঁজে নিন

   

ডেবিয়ান এচ ৪.০r৩ বেরিয়েছে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ডেবিয়ান ৪.0r.৩ বেরিয়েছে Debian 4.0r.3 Released আমার বাসস্থানের পাঁচ মিনিট হাটার পথেই পরে ''Barnes & Nobles''. এটা চেইন অথবা বাংলায় শিকল বলা যায়, সেই প্রকারের বইএর দোকান, চেইন শপ বা শিকল দোকান। কত বৃহত হতে পারে এই প্রতিষ্ঠান আমার জানা নেই, বৃহতদের মধ্যেই এদের স্থান সে বিষয়ে কোন সন্দেহ নেই। ভেতরে ''STARBUCKS'' বলে চায়ের(কফির) দোকান আছে। দু চারটা সোফা সীট রয়েছে বইয়ের দোকানের ভেতরে। আার ''STARBUCKS'' বলে চায়ের(কফির) দোকানের সামনে তো চেয়ার – টেবিলই রয়েছে।

সারা দিন দোকান খোলা অবস্থা থাকা কালে বই পড়েন, ম্যগাজিন পড়েন (ভিডিও দেখা বাদে, ভিডিও পরীক্ষামূলক হয়তো দেখা যেতে পারে ... সেটা আমার জানা নেই) দোকানীরা কিছু বলবে না। এটাই তাদের নীতিমালা। এই বইেয়র দোকানের এক পাশে আাবার শিশুদের জন্য প্রযোজ্য বই সামগ্রী নিয়ে ''শিশুদের কর্ণার'' ও আছে। আমি বেশ কয়েকবার ওখানে গেছি, ভাল তো লাগবেই, তার ওপর এমন সব বই পাওয়া যায়, যেগুলো সাধারনতঃ অন্যান্য বইয়ের দোকানে বিশেষ করে যে গুলো ছোট, পাওয়া যায় না। যেমন চীনা ভাষা শিখার বই।

ম্যগাজিন সেকশান চল্লিশ ফুট লম্বা হবে। পুরো দোকানটাই হবে ১০০ফুট x ১০০ফুট পরিসরের। বড় বড় শহরে এর থেকেও বড় বইয়ের দোকান দেখেছি, কিন্তু বেকার্সফিল্ড এর মত ছোট শহরের জন্য এটি বিশাল। এখান থেকেই কিনে ফেললাম Debian 4.0r.3 Released ম্যগাজিনটা। অন্যান্য লিনাক্স ম্যগাজিন ও ছিল, কিন্তু এটা কিনলাম কারন উবুন্টু ''ডেবিয়ান'' কে অনুসরন করে তাদের লিনাক্স সংস্করন বের করেছে।

''ডেবিয়ান'' দাবী করে তারাই একমাত্র লিনাক্স সংস্করন প্রতিষ্ঠান যাদের পেছনে অর্থায়নকারী কোন প্রতিষ্ঠান নেই। ''উবুন্টু'' র কে অর্থায়ন করেছে ''ক্যনোনিকাল''। ''ডেবিয়ান'' এর রয়েছে অন্ততঃ হাজার খানেক নিবন্ধিকৃত ডেভেলাপার। নিবন্ধনবিহীন আরও অনেক। আর যেহেতু অধিকাংশ লিনাক্সের অনুসারীরা হচ্ছেন ''ডেবিয়ান'' গ্রুপের, নিশ্চয়ই এরাই গুরু।

তবে এই 4.0r.3 সংস্করন পুরোটাই ''সার্ভার'' স্থাপন ও কার্যকরী করনে জোড় দিয়েছে। ম্যগাজিনের সংগে তিনটা ডিভিডি এসেছে, যা দিয়ে ''ডেবিয়ান'' দাবী করছে Repository অধিকাংশই এই তিন ডিভিডিতে পাওয়া যাবে। ১৮০০০ (আঠার হাজার) এ্যপলিকেশন সফটওয়্যর এই ডিভিডিগুলোতে সন্নেবেশিত। ইন্টারনেট কানেকশান প্রাথমিক পর্যায়ে না থাকলেও চলবে। এই ভার্সান এর নাম Etch r3 শতকরা ১০০% ভাগ মুক্ত সফ্টওয়্যর দিয়ে এই ডিভিডি সংস্করন।

উদাহরন হিসেবে তারা জানাচ্ছে ''ফায়ার ফক্স'' ও '' থান্ডারবার্ড'' তারা এই ডিভিডিগুলোতে যোগ করেনি কারন তাদের মতে ''ফায়ার ফক্স'' এর লোগো প্রোপ্রায়েটারি এবং ''ডেবিয়ান'' ফ্রী সফটওয়্যরের গাইডলাইন অনুযায়ী ''ফায়ার ফক্স'' এর অন্তর্ভূক্তি সমর্থনযোগ্য না। ''ডেবিয়ান'' এর পরিবর্তে দিয়েছে ''IceWeasel'' Browser আর ইমেইল ক্লায়েন্ট হিসাবে দিয়েছে ''IceDove'' ''DebianEtch r3 '' সার্ভার সংস্করনে পাবেন, ''গুই'' ইন্স্টলেশান ইন্টারফেস এটিআই ও এনভিডিয়া গ্রাফিক্স কার্ড স্থাপনা পদ্ধতি ''IceWeasel'' Browser, ''IceDove'' স্থাপনা পদ্ধতি LAMP অথবা LAPP (Linux – Apache – Postgress – PH P স্থাপনা পদ্ধতি NFS ও Samba file sharing স্থাপনা পদ্ধতি Administrate Linux server with 'openssh-server' lynx – console mode web browser নেটওয়ার্ক এ কে আছে তা দেখার জন্য OCSNG(Open Computer and Software Inventory Next Generation) এর জন্য Client software GLPI for computer stock management often coupled to OCSNG, allows you to supervise, setup help desk নিজস্ব ইমেইল সার্ভার স্থাপনের লক্ষে রয়েছে ''Postfix'' এটা স্থাপন করার পূর্বে default mail server ''Exim'' কে একই সময়ে ''আনইন্স্টল'' করতে হবে। ''স্প্যম'' থেকে রক্ষার জন্য ''স্প্যমএ্যসাসিন'' যদিও লিনাক্সে ভাইরাস কম তবুও ''এন্টি ভাইরাস'' প্রয়োজন, লিনাক্সের জন্য হল ''ClamAV'' port 10024 Monitoring solution এর জন্য NAGIOS সবই এই লিনাক্স ম্যগাজিন থেকে নেয়া, আমি এটা চেষ্টা করব (কবে এখনও জানিনা), ফলাফল শুভ হলে ইন...হ জানাব। ম্যগাজিনের ওয়েবসাইট http://www.linuxidentity.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.