আমাদের কথা খুঁজে নিন

   

বিএসসি স্যারের গল্প

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আগেকার দিনে বিএসসি পাশ করা খুবই সম্মানের বিষয় ছিলো। প্রত্যন্ত গ্রামাঞ্চলে দুই/চাইর গ্রাম খুঁজলে হয়তো একজন বিএসসি পাশ পাওন যাইতো। গ্রাম দিকে কারো বাড়ীতে যদি বিএসসি পাশ লজিং মাস্টার থাকে, তারে সবাই উড়াধুড়া সম্মান করে। তো যা কইতেছিলাম, এক গৃহস্থ বাড়ীতে এইরাম এক লজিং মাস্টার খুবই দাপটের সাথে রাজত্ব করতেছিলেন। সবাই জানতো, লজিং মাস্টার বিএসসি পাশ।

বিএসসি পাশ (!) হওনের লাইগা ঐ বাড়ীতে তো বটেই, পুরা গ্রামেই তার এক্সট্রা খাতির আছিলো। বাড়ীর পোলাপাইন ইজ্জত দিয়া কথা কইতো। সবাই তারে ডাকতো 'বিএসসি স্যার'। একদিন হইলো কি, লজিং মাস্টার সাব দেখা গেলো বাড়ীর পোলাপাইন সবডিরে ডাইক্যা ডাইক্যা মিষ্টি খাওয়াইতেছে। ঘটনা কি? মাস্টার সাব কাউরে কিছু কয় না।

শুধু কয়, তার একখান খুশির খবর আছে! পুংটা পুলাপাইন ঘটনার তদন্তে জানতে পারলো, আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হইছে। তাগো বিএসসি (!) স্যার আইএসসি পাশ করছে! তাই মিষ্টি খাওয়ানোর ধুম পড়ছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.