আমাদের কথা খুঁজে নিন

   

অন্তহীন গন্তব্যে আমি একা......

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ ...........

অতপর আমি সেই সঙ্কীর্ন রাস্তা ধরে আবার হাটতে শুরু করলাম...। সেই রাস্তা যে রাস্তা ধরে আমি এখানে এসেছিলাম। সকাল বেলা প্রতিদিনের মত চমৎকার রোদ উঠেছিল। ভোরবেলা আমার চোখে যখন সূর্যের আলো এসে পড়ল তখন আমি খুব বিরক্ত হয়েছিলাম। ভাবিছলাম আজ আর আমি কোথাও যাবনা।

অথচ সেই রোদ মাথায় করেই আমাকে বেরুতেই হল। আর এখন ......... প্রচন্ড বৃষ্টি ... একেবারে কাক ভেজা বলতে যা বোযায় তাই......আজ আমার খুব প্রিয় এক মানুষের জন্মদিন ছিল। কাটফাটা রোদ মাথায় করে আমি বেরুলাম তার ফোন পেয়ে । অনেক খোজাখুজি করে যাও একখানি রিক্সা পেলাম তাও পড়ল জ্যামে... বহুত কস্টে তাও পৌছালাম তার কাছে। ভাগ্যিস দেখা হল বলে...।

আমি এখন বাসাই ফিরে যাচ্ছি...। সেই প্রচন্ড রোদ এখন আর নেই...। ঝরো হাওয়াই সবকি ছু যেন উড়ে যাচ্ছে। বৃষ্টি ...আসছে ...আসুক আজ ...যত ইচ্ছে বৃষ্টি হোক। ।

ছড়িয়ে পড়ুক যত লাল কৃষ্ণচূড়া। সেই ঝরো বৃষ্টিতে আমি সেই সঙ্কীর্ন রাস্তা ধরে আবার হাটতে শুরু করলাম...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।