আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়বেলায়।

http://www.paybox.me/r/rihan

ওগো, কী লাভ কেঁদে আর বলো এই বিদায় বেলায়, মিলনের সুর না হয় নাই শোনা হলো আর এই জীবনের আলো ছায়ায়, তবুও তুমি বোলো না এই বিদায় বেলায় আমার উপহার তোমার ঐ শোকার্ত মুখখানি, বোলো না বাকীটা জীবন অরণ্যেই কেঁদে যাবে তোমার হৃদয়ে বোনা আমার ভালোবাসার অভয়বাণী, চোখখানি খুলে দেখে নাও আরও একবার আমার মুখখানি, আজও তুমি খুঁজে পাবে সেথায় আমাদের ভালোবাসার নীল জল দিগন্তর, এই ক্ষণস্থায়ী অধূনা জগতের মায়ায় না হোক, আমাদের ভালোবাসায় মুখোরিত হবে হয়তো বা ওপাড়ের কোনো প্রান্তর; তাই হাসি মুখে বলো মোরে বিদায়, কী লাভ হবে বলো জীবনের পালখানি উড়িয়ে, কেবল বিষাদেরই হাওয়ায়, অবিনাশী সময়ের খরস্রোতায় কত কিছুই তো ভেসে চলে যায়, আমাদেরও ভেসে যেতে হবে আজ, হ্য়তো বড় অবেলায়, তবুও তোমায় অভয় দিয়ে গেলাম এই বিদায় বেলায়, যে মায়ার সাগরে তুমি ভাসিয়েছিলে আমায়, সেই সাগরের জল আমি মিশায়ে দিব আমায় ভাসিয়ে নিয়ে যাওয়া সেই অবিনাশী সময়ের খরস্রোতায়, সেই স্রোত বয়ে বেড়াবে তোমার প্রেমের উপাখ্যান, কাল থেকে কালে, সময়ের শেষ যেথায়, আর তোমায় মিনতি করে গেলাম এই বিদায় বেলায়, লুকিয়ে রেখো আমায় তোমার হৃদয়ের ছোট্ট কোনো কোণায়, মেতে উঠো উল্লাসে নতুন কোন সৃষ্টির দ্যোতনায়, আর কখনো যদি কেঁদে উঠে মন আমার স্মৃতির জোয়ারে, খুঁজে দেখো পাবে আমায়, তোমায় আগলে রাখা শীতল, সুদীর্ঘ কোনো ছায়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।