আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আনোয়ার ভাই নাচলেন

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আনোয়ার ভাই চলে যাবেন। ওনার মেয়াদ শেষ। হ্যাঁ বৃটিশ রাষ্ট্রদুত আনোয়ার চৌধুরীর কথাই বলছি। উনি ফিরে যাচ্ছেন উনার দেশ ইংল্যান্ডে। আবার হয়ত অন্য কোন দেশে যেয়ে দায়িত্ব পালন করবেন।

তবে আমার বেশ ভালো লাগতো ওনার ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথা বলা শুনতে। বেশ কয়েক বছর থাকলেন এই দেশে। তবে অন্তরঙ্গ ভাবে মিশলেন আমাদের সাথে যাবার ঠিক আগ মুহুর্তে। ঘুরে আসলেন ওনার জন্মভুমি সিলেটে। দেখা করলেন ওনার ফুফুর সাথে।

ওনার শৈশবে কাটানো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলেন। নিশ্চঃই উনি তখন নষ্টালজিয়াতে ভুগছিলেন। তবে উনি বাংলাদেশে আসার সাথে সাথে বোমা হামলার শিকার হয়েছিলেন। দুঃখজনক। বেশ কিছুদিন আগে জানতে পারলাম ওনার লালন সঙ্গীতের উপর বেশ একটা অনুরাগ রয়েছে।

জেনে ভাল লাগলো। গতকাল রেডিসন হোটেলে আয়োজন করা হয় এক বিদায় সম্মর্ধনা। সেখানের সঙ্গীতানুষ্ঠানে উনি নাচলেন এবং গাইলেন বাংলা গান। লালন সঙ্গীত। তবে আমি মনে করি, উনি মনে প্রাণে একজন ১০০% ইংরেজ।

তা না হলে তো আর ইংল্যান্ড তাকে এখানে দায়িত্বে পাঠাতো না। আমরা তার সফলতা কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।