আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র হাইটা আসলাম........জগিং কাহিনী//

সবার ১২ টা বাজাইতে আমি সদাপ্রস্তুত মাগার নিজের টা বাজতে এখনো কিছু বাকি আচে। ওটুকু আর বাজবে না। হা হা হা হা

আইজকা সকালে গেলাম হাটতে, আমার লগে পরতেক দিন এক বড় ভাই যায় আইজকা আর হেয় জায় নাই। দুইদিন হইল হেয় আবার বিয়া করছে। কি আার করমু একলাই গেলাম গা হালার বিয়ারে গালি দিতে দিতে।

খালের পাড়ে আইসা নৌকা পাড় হয়া গেলাম ঐ পারে, গিয়া দেখি একটা গুরুপ [আংকেল] মাঝখানে একটা ফুটবল লয়া বয়া আছে, তখন বাজে ৫.৩০। জাই হোক আমার কাম শুরু করলাম, শেষ মাতার দিকে দৌড়ানি শুরু করলাম, আর মোটা মোটা মহিলা গ কেচমেচ হুনতে হুনতে পরতেক দিন এর মত নিজেরে গাইল্যাইতে লাগলাম, কিয়ের লাইগা যে এইদিকে আসি ধুর বাল। কি আর করমু, এই মহিলারা ১০ ১২ জন পুরা রাসতা ডারে বলক কইরা হাডে, কাউরে সাইড দেয় না, কপাল খারাপ যে আইজকা হেগ পিছে পইরা গেছি, পরতেকদিনকার মত। একটা সময় বিরকত হয়া চিললায়া উটলাম ,খালাম্মারা আমারে ইট্টু সাইড দেন আমি যাইগা আর জীবনেও আমু না। কিয়ের কি? আমারে আরো গাইল্যায়া কয় ইমুন বেয়াদব পোলা নাকি হেরা জনমেও দেহে নাই।

পারলাম না শেষ পরযনত হেগ আগে জাইতে। তয় আমার টানা পেন পেনে বিরকত হয়া একজন আমারে জাগা দিয়া দিল, তখন বাজে ৭ টা। আইলাম আবার নৌকা ঘাটে, আইসা দেখি সেই আংকেল রা তহনো তাগো ফুটবলতারে মাঝখানে লয়া বয়া আচে। জয় বাংলা। এইবার নৌকা পার হয়া এইপার আইসা দেখি একটা স্কুল [নাম কমু না] এর মরনিং শিফট শুরু হইতাচে।

আমি খুশী মনে আমার কাপড় চোপড় ঠিক কইরা হেইদিকে আগাইতে থাকলাম। কেডা জানি পিছনতে ডাক দিল, চায়া দেহি আমার বাপজান। আমারে কয় "অইদিকে কই যাস? বাজারের ব্যাগটি লয়া বাসার দিকে যা, আমি আমার দোসতের লগে দুইডা কতা কয়া আসি" ইয়া মাবুদ, আমারে একটু টাংকি মারার ও সুযোগ দিলা না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.