আমাদের কথা খুঁজে নিন

   

মা - এক মূল্যহীন ভালোবাসার নাম

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

মা তার সন্তানকে ভালোবাসে। সন্তানও তার মাকে ভালোবাসে। আসলে কি তাই ? কোন মা চায় না, তার সন্তানটি বখে যাক। কোন মা চায় না, তার সন্তানটি সন্ত্রাসী হোক। কোন মা চায় না, তার সন্তানটি মাদকাসক্ত হোক।

কোন মা চায় না, তার মেধাবী সন্তানটি দুর্নীতিবাজ হোক। তবু আমরা মায়ের আদরের সন্তানরা মায়ের ভালোবাসার অমর্যাদা করে অবলীলায় বখে যাই, সন্ত্রাসী হই, মাদকাসক্ত হই, দুর্নীতিবাজ হই। মায়ের ভালোবাসা আমাদের অধঃপতন থেকে বাঁচাতে পারে না। কেন ? সব ভালোবাসার মতো মায়ের ভালোবাসাও জন্মান্ধ। সে তার সন্তানের মঙ্গল আকাঙ্ক্ষা করে, কিন্তু তার সন্তানের বখে যাওয়াকে ছেলেমানুষি মনে করে প্রশ্রয় দেয়।

তার সন্তানের প্রতি ভালোবাসার আধিক্যে সন্তানের ফাকিবাজি ধরতে পারে না। সন্তানের অপকর্ম মা টের পায় না। মায়ের কাছে তার সন্তান চিরকাল এক শিশু থেকে যায়। ফলে যেদিন সমাজের কাছে তার শিশুটির জন্য মাথা হেট হয়ে যায়, সেদিন আর কিছু করার থাকে না। ততদিনে তার শিশুটি দানব হয়ে উঠেছে।

মায়ের স্নেহের সুযোগ নিয়ে সে মাকে ভেল্কির মধ্যে রেখে দেয়। এই ভেল্কি থেকে বের হয়ে আসার ক্ষমতা খুব কম মায়েরই আছে। ফলে আমরা মায়ের ভালোবাসার অপচয় পাই। পাই না তার যথার্থ মূল্যায়ন। হায়রে অবুঝ মা।

তোমার ভালোবাসার মূল্যায়ন যদি হতো তবে তো এ দেশে একটি সন্তানও বখে যেত না। একটি সন্তানও সন্ত্রাসী হতো না। একটি সন্তানও মাদকাসক্ত হতো না। একটি সন্তানও দুর্নীতিবাজ হতো না। তোমার ভালোবাসা আজ বড় মূল্যহীন।

তোমার শুভ কামনা আজ অর্থহীন। মা, তুমি এক মূল্যহীন ভালোবাসার নাম। তোমার সন্তানকে ক্ষমা কর আজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।