আমাদের কথা খুঁজে নিন

   

101 Cyborg Team

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

বাংলাদেশের কক্সবাজার বিশ্বব্যাপী প্রাকৃতিক সাত আশ্চর্য নির্বাচনে ২য় অবস্থানে আছে। দীর্ঘদিন পর্যন্ত শীর্ষে থাকা পৃথিবীর বৃহত্তম এই সমুদ্র সৈকতটি অনলাইন ভোটিংয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে। কক্সবাজারকে শীর্ষে দেখতে চাইলে ব্যাপক অনলাইন ভোটিং প্রয়োজন।

আমাদের দেশের অধিকাংশ মানুষই তথ্যপ্রযুক্তির আওতায় চলে আসছে ধীরে ধীরে। যেমন বর্তমানে প্রায় ৫ কোটি মোবাইল গ্রাহক যারা প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তির এই সুবিধাটুকু উপভোগ করে যাচ্ছে। ইন্টারনেট ব্রাউজ করা যায় এমন মোবাইল সেটও সস্তা হয়ে যাচ্ছে। অনুমান করা যায় অদূর ভবিষ্যতে দেড়-দুই হাজার টাকা মূল্যমানের সেটেও এই সুবিধাটি চলে আসবে। মোবাইল কোম্পানিগুলো এখন রি-রেজিস্ট্রেশনের আওতায় গ্রাহকদের তথ্য সংগ্রহ করছে।

মোবাইল কোম্পানিগুলোতে দক্ষ আইটি প্রফেশনালরা আছেন যারা ইচ্ছে করলে প্রত্যেক গ্রাহকের ই-মেইল অ্যাড্রেস খুলে অনলাইনে ভোট দিয়ে দিতে পারেন। পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বারটি ব্যাবহৃত হবে। ভোট দেওয়া শেষে গ্রাহকের মোবাইল নাম্বারে এসএমএস বা ভয়েস মেইলের সাহায্যে ই-মেইল অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া যেতে পারে। যে কেউ ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন করে মেইল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবে। কক্সবাজারকে প্রাকৃতিক সপ্তাশ্চার্যের শীর্ষে নিয়ে যেতে পারলে আমাদের পর্যটন শিল্পে বিরাট এক সম্ভাবনার সৃষ্টি হবে।

সময় নষ্ট না করে এখনই আমাদের এই কর্মসূচিতে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। http://www.101cyborgteam.com সাইটটিতে গিয়ে যে কেউ নতুন করে ই-মেইল অ্যাকাউন্ট খুলে কক্সবাজারকে ভোট দিতে পারবে। কক্সবাজারকে ভোট দেওয়ার সুবিধার্থে এই সাইটটি নিরলস কাজ করে যাচ্ছে। এখানে লিংকটি দেওয়া হলো ঃ http://www.101cyborgteam.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।