আমাদের কথা খুঁজে নিন

   

সায়ানের গান : মেঘ না চাইতে জল!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

রাজেশ দা সকালে অফিসে আসতেই আমাকে তার কিউবিক্যলে নিয়ে এ্যালবামটা হাতে তুলে দিলো। সিডি কাভার দেখে হোঁচট খেলাম! কাহিনী কি? এতো আড়ম্বড়হীন অথচ কৃষ্ণসুন্দর ছিমছাম কাভার ডিজাইন আমার কৌতুহল আরো বাড়িয়ে দিলো। প্রচ্ছদে শিল্পীর ঠোঁটে লিপস্টিক দেয়া আবেগী ছবি নেই, বড়ো করে অমুক তমুক প্রোডাকশন্স হাউজের নাম নেই! একদম সাধারণ কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা রং এর ১৫ সাইজের ফন্টে শুধু লেখা "সায়ানের গান" !! এ্যালবামে মোট ১০টি গান আছে। গান নিয়ে বিস্তারিত এখনই লিখতে চাইছি না। আমি কেবল শুনছি আর শুনছি।

মুগ্ধ হয়ে শুনছি!! শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান-এর বয়স খুব বেশিনা। বত্রিশ! আর তার গানের রয়েছে পরিপক্ক মেজাজ! কন্ঠে রয়েছে মিহি সুরের হার নামানা, ঘুরে দাঁড়াবার সুতীব্র অস্থিরতা!! নিজের গান নিয়ে সায়ান বলেছেন এভাবে, " সব মানুষই তার নিজের ভাবনার কথা কোথাও না কোথাও, কাউকে না কাউকে বলে। অনেকটা তেমন করেই আমারও এখানে এসে বলা। এই গানগুলো তাই কেবল মাত্র আমার রাগ, আমার দু:খ,আমার মিনতি, আমার ভালোবাসা, ইত্যাদি। এই গানগুলো কেবলই একজন মানুষের অনুভূতির গল্প, কারোর জন্য প্রস্তাবিত আদর্শমালা নয়!" আগ্রহীরা নিজেরা শুনে সায়ানের অনুভূতিগুলো আরো ভালো উপলব্ধি করতে পারবেন বলে আমি মনে করি।

"সায়ানের গান" প্রযোজক ও পরিবেশক : গান পোকা ডিস্ট্রিবিউশানস্ , দোকান নং ১২, নিচতলা, রাজমনি ঈশা খাঁ কমপ্লেক্স,৮৯/৩ কাকরাইল, ঢাকা। ফোন : ৯৩৩৭৯৬৫, ০১৭১২৬৩৭৯৫৭

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।