আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এর রাজাকাররা আজ আবার মাথা চারা দিয়ে উঠেছে

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org

আমি ব্যাক্তিগতভাবে নিজে কিছু লিখালিখি করলেও সাঃইঃ এ আজ এটা আমার প্রথম পোষ্ট। অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটি পোষ্ট দিবো কিন্তু তার আগে অন্যান্য পোষ্টগুলো দেখে মর্মাহত হলাম। কারণ এখানে আমাদের দেশদ্রোহীরা অনেক বেশি সক্রিয়। আমি খুবই আশ্চর্য হই যখন দেখি এইদেশে জন্ম নিয়ে, এই দেশের আলো-বাতাসে বেরে উঠে কেউ পাকিস্তানিদের দোষর, ৭১এর সেই রাজাকারদের সমর্থন করে কথা বলছে। আমি মনে করি তারাই একমাত্র সেই রাজাকারদের সমর্থন করতে পারে যাদের ৭১ এ তাদের ভূমিকা সম্পর্কে ভালো ধারণা নেই অথবা যাদের শরীরে তাদের রক্ত বইছে। কাউকে কাউকে বলতে শুনি যে, ৭১ এ ভুল করেছে কিন্তু পরে তারা নিজেদেরকে শুধরে নিয়েছে এবং এখন তারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে দাবিও করে। আমি বুঝিনা একটা বাচ্চা জন্মাবার সময় যদি তার প্রতি কারি দরদ-মায়া না থাকে, যদি বাচ্চাটি জন্মাবার সময় কেউ বাধা দেয় অথবা নষ্ট করতে চায় তাহলে বাচ্চা ভুমিষ্ট হবার পরে সেই বাচ্চার প্রতি প্রেম-ভালবাসা বা মায়া দেখানো টা কি অভনয় নয়? এবার আসি একটু অন্য দিকে। আমাদের এত এত মা-বোন দের এজ্জতের কি কোন মূল্যই নেই? যাদের সহায়তায় আমাদের কারো মা, কারো বোন, কারো নানী, কারো খালা-ফুফু আরো অনেকে নিজেদের সম্ভ্রম হারিয়েছে আজ আমরা মানুষ হয়ে কিভাবে পারি তাদের সমর্থনে কথা বলতে অথবা তাদের সুবকিছু ভুলে যেতে? আমরা কি তাহলে নিজেদের বিবেকের কাছে নিজেরা ছোট হয়ে যাচ্ছিনা? নাকি আজ ২০০৮ এ বসে আমরা বলবো আমরা এক বিবেকবর্জিত জাতি? চলবে.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।