আমাদের কথা খুঁজে নিন

   

আমার আলুলীয় কোচিং সেন্টার

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আর কোন চিন্তা করি না। এবার একটা ব্যাবসা খুলে বসলাম। অভিজাত এলাকায় বেশ বড় পজিশন নিয়েছি। ভাড়া কিন্তু অনেক। সামনে একটা ছোট্ট রিসিপশন।

আছে সুন্দরী সুকণ্ঠী রিসিপশানিষ্ট। তার পিছনের ঘরে আমার একটা চেম্বার। আর ভিতরের দুটি রুমে ক্লাশ রুম। যদিও ক্লাশ রুমগুলো কিন্তু গতানুগতিক ক্লাশ রুম না। একপাশে কিছু চেয়ার সাজিয়েছি আর একপাশে কিচেন কেবিনেট।

পাশে একটা সেমিনার রুম তবে ছোট। এখানে কাউন্সিলিং করা হবে। মোটামুটি ছিমছাম। ফাটাফাটি ব্যাবসা হবে। খালি লাভ আর লাভ।

ওহ! দুঃখিত আপনাদের বলাই হয়নি ব্যাবসাটা কিসের? আর কিছুর না আলুর। আলু দিয়ে রান্না শিখাবো। শিখাবো কিভাবে আলু দিয়ে মজাদার সব রান্না করা যায়। মোট ৫০ রকমের আইটেম শিখানো হবে। আগে বুকিং দিলে ১০% ডিসকাউন্ট।

এছাড়াও যেকোন সময়ে সুন্দরী ভাবীদের জন্য ডিসকাউন্ট থাকবে। চালের বদলে কিভাবে আলুকে হজম যোগ্য করা যায় তারই একটা প্রচেষ্টা মাত্র। আর তার সাথে ব্যাবসার তো একটা লক্ষ্য আছেই। ঢাকায় বসছে আলুর মেলা। এবছরকে "আলুবর্ষ" হিসেবে ঘোষনা দেয়া হয়েছে।

সব জায়গায় আলু নিয়ে সেমিনার, মিটিং, র‌্যালী, আলোচনা সভা। আবার স্কুলে স্কুলে চলছে আলু নিয়ে রচনা প্রতিযোগীতা। যাক আর যাই হোক আলু এবার জাতে উঠেছে। যে আলুকে এতদিন অবহেলা করা হতো সেই আলুর মার্কেটিং ভালোই হচ্ছে। এই অবস্থা দেখে বিজ্ঞানীরাও বসে নেই।

তাদের মধ্যে চলছে প্রতিযোগীতা। কার আগে কে কি আবিষ্কার করে নাম লুটে নিতে পারে, এই প্রতিযোগীতা। তাদের গবেষনার বিষয়, যে আলু মাটির নীচে হতো তা কিভাবে মাটির উপরে ফলানো যায়। অর্থাৎ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আলুর জয়জয়কার। কবে যে আলু বৃক্ষ আবি®কৃত হবে? মানুষ সব ফলের গাছ কেটে ফেলে আলুর বৃক্ষ লাগাবে।

আজকে থেকে শুরু হচ্ছে আলু ফেয়ার। এই ফেয়ারের পরই আমার কোচিং সেন্টারের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন....। না থাক এখন বলবো না। সাক্ষাতেই তাকে দেখতে পাবেন।

উনিই বাংলাদেশে আলু নিয়ে জয়জয়কার ফেলে দিয়েছেন। আমার কোচিং সেন্টারের সামনে একটা আলুর চারা রোপনের মধ্যে দিয়ে শেষ হবে আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা সবাই আমন্ত্রিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.