আমাদের কথা খুঁজে নিন

   

আলেয়ার জীবন ও বিধাতার কাছে প্রশ্ন...২

.... !!!

(এই ঘটনা আলেয়ার জীবন থেকে নেওয়া... আমি জানি বেশীর ভাগ মানুষই বিশ্বাস করতে পারবে না, অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য... অনেক খানি অংশ লেখকের নিজের চোখে দেখা ঘটনা...লেখক মাঝে মাঝেই ভাবে, এই সব বাস্তব দেখার চেয়ে চোখ দুটি আরাম করে ঘুমিয়ে নিতে পারে...লেখকের হাত অবশ হয়ে আসছে, লেখক কিছুই ভাবতে পারছে না) উপরের অংশটুকু সবার শেষে লেখা... ..................................................................................................... দিন দিন আলেয়ার সৎ মায়ের শরীরের অবস্হা খারাপ হতে লাগলো... আলেয়ার বাবা পাগল প্রায়... চাকুরীর কোন কিছুই করতে পারছে না... আলেয়ার এলাকার এক ভাই কুয়েতে থাকে...তখন কেবল মাএ ইরাক কুয়েত যুদ্ব শেষ হয়েছে... এলাকার ঐ ভাই আলেয়ার বাবা কে বললেন, চাচা আপনি যদি রাজী থাকেন তাহলে আমি আলেয়া কে কুয়েতে নিয়ে যাব... মাএ ৩০ হাজার টাকা লাগবে...আলেয়ার বাবার সাধ্য নাই এতো টাকা জোগাড় করার...তাই উনি নিষেধ করে দিলেন... কিন্তু আলেয়ার চাচারা রাজী হলেন এই শতে যে যদি আলেয়া যেতে রাজী হয় তাহলে আমরা টাকা দিব... আলেয়া শুনে বললো আমি আমার ভাই বোন দের জন্য সবই করতে রাজী... আলেয়ার ভিসার ব্যবস্হা হোল...হঠাৎ আলেয়া কুয়েতে চলেও গেল... কুয়েতে যাবার কিছু দিন পর হতেই অসুস্হ মায়ের জন্য, ছোট ২ ভাই ও ৩ বোনের জন্য টাকা পাঠাতে লাগলো...এরই মাঝে একদিন আলেয়ার বাবা জানতে পারলেন উনার চাকুরী ফেরত পেয়েছেন... চাকুরী ঠিকই ফেরত পেলেন সবকিছু হারানোর পর...বড় ছেলে টাকার অভাবে পড়তে পারলো না, মা মরা মেয়ে টা ও বিদেশ চলে টাকা রোজগাড় করতে...এখন সংসারে কোন অভাব নেই আলেয়াদের... কয়েক বছর পরে আলেয়ার সৎ মা ও মারা গেলেন...আলেয়ার সৎ ২ বোনের বিয়ে হলো আলেয়ার টাকায়...ছোট ভাই টি ও হাই স্কুলে গিয়ে পড়াশুনা বন্দ্ব করে দিলো...অন্য ভাই এখন ও ঢাকায় চাচার দোকানে কাজ করে...২ বছর পরে আলেয়া ভাইয়ের জন্য ভিসার ব্যবস্হা করে... আলেয়ার বাবা উনার ছোট ছেলে কে নিয়ে ঢাকাতে মেসে থাকে...ছোট ছেলে কি যেন হাতের কাজ শিখে...এখন সংসার বেশ ভালোই কাটছে ... আলেয়া বড় ভাইকে কুয়েতে নিয়ে গেল... মাসে যা কামায় ঐ ভাইকে দিয়ে দেয়...২ বছর পরে আলেয়ার বাবা ও হঠাৎ স্টোক করে মারা যায়...আলেয়ার বাবা যেহেতু সরকারী চাকুরী করতেন তাই ৫/৬ লাখ টাকার মতো হয়তো অফিস হতে পাবেন... ছোট ছেলে টাকাগুলো অফিস হতে উঠালো...৬ মাসের মাঝেই সব টাকাগায়েব করে ফেললো...তবু ও আলেয়ার কোন প্রশ্ন নেই...হঠাৎ একদিন খবর এলো আলেয়ার ছোট ভাই কে পুলিশ অবৈধ ড্রাগসহ থানায় আটক করেছে... (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।