আমাদের কথা খুঁজে নিন

   

বেকার্সফিল্ড থেকে টরন্টো এল এ হয়ে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

বেকার্সফিল্ডে চাকুরীর শেষ দিনটি হবে ৯ই মে, ২০০৮খৃঃ। ভেবে ছিলাম সামার পর্যন্ত চাকুরী করতে দেবে। কিন্তু প্রতিষ্ঠান ব্যপী ছাটাইয়ের পর্ব শুরু হয়েছে। তার ঢেউ এই খানেও লেগেছে। আমার তরফ থেকে কোন আক্ষেপ নেই, উত্তর আমেরিকায় যারা নতুন অথবা প্রায় নতুন অভিবাসী হয়ে এসেছি, তারা এইসব দেশে সামান্য উঁচু স্তরের দিন মজুর হিসাবে আমি নিজেকে মনে মনে আখ্যায়িত করে থাকি।

এ্যমেরিকা স্বর্গরাজ্য ওদের জন্য যাদের এখানে ভাল চাকুরী আছে বা ঐ ধরনের কিছুর সাথে জড়িত। এ্যমেরিকায় যদি কারও ''হেল্থ কেয়ার'' বা স্বাস্থ্য পরিচর্যার কোন ব্যবস্থা না যেটাকে এখানে '' হেল্থ ইন্সুরেন্স” '' বলে থাকে, তা হলে রীতিমত জীবিত থেকে মারা যাবার সম। এই তথ্য গুলো কেউ সহজে পাবে না। আমি ভুক্তভুগী বলে জেনেছি এবং আপনাদেরকে অনিয়মিত ভাবে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রেস্ক্রিপশান লিখার জন্য যে বিল পাঠিয়েছে , শুনলে ফীট হবার সম্ভাবনা।

আপাততঃ এ্যমট্র্যকে (রেলগাড়ী) বেকার্সফিল্ড থেকে টরন্টো 'এল এ' হয়ে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছি। কেউ যদি এই ব্লগে এটা পড়ে সহযাত্রী হতে চান খুব ভাল লাগবে। এটা চার হাজার কিমি র জার্নি। পাঁচশত কিমি শুধু বাসে। আগেই বলেছিলাম এ্যমেরিকার ট্রেন জার্নি সান ফ্রানসিস্কো যাবার সময় খুব ভাল লেগেছে।

এই বেকার্সফিল্ড থেকে টরন্টো 'এল এ' হয়ে যাবার সময় তিন দিনে জার্নিতে প্রায় পুরো এ্যমেরিকা ট্রেন জার্নি হয়ে যাবে। সংগে থাকবে ভিডিও নিতে সক্ষম স্যমসাং এর ১০ মেগা পিক্সেল রিজোলুশানের NV15 ক্যমেরাটি। ভেতরে আছে চার গিগা বাইটের এসডি কার্ড; আশা করি আপনাদের এই দীর্ঘতম ভ্রমনের বেশ কিছু ছবি, বর্ণণা, ভিডিও উপহার দিতে পারবো। কেউ যদি মনে করেন বাংলাদেশে কোন টিভি চ্যনেলের জন্য কিছু ছবি বা ভিডিও নিতে হবে, তবে কি করতে হবে জানাবেন। এটা আমার জীবনে দীর্ঘতম স্থল জার্নি হবে।

জার্নি শুরু করার ইচ্ছে মে মাসের ২০ এর পরে। লস এঞ্জেলেস থেকে ও কেউ আমার সাথে যোগদান করতে পারেন। email:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।