আমাদের কথা খুঁজে নিন

   

বেনামে ইন্টারনেট ব্যবহার বাড়ছে

ডাচ নিরাপত্তা প্রতিষ্ঠান ফক্স-আইটি জানিয়েছে, অগাস্ট মাসের শেষের দিকে টর ব্যবহারের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এ অবস্থা দেখে অনেকেই মনে করছিলেন, হয়তো মানুষ পরিচয় গোপন করে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু ফক্স-আইটির অনুসন্ধানে বের হয়ে এসেছে সাইবার অপরাধীদের জন্যই টরের ব্যবহার আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে।
শুধু তাই নয়, ডাচ প্রতিষ্ঠানটি জানিয়েছে সাইবার অপরাধীরা টর ব্যবহার করে মানুষের ব্যক্তিগত পিসি থেকে তথ্য চুরি করেছে এমন প্রমাণও রয়েছে তাদের কাছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৯ অগাস্টের আগ পর্যন্ত টরের সঙ্গে সংযোগের পরিমাণ ছিল প্রতিদিন প্রায় পাঁচ লাখ। কিন্তু এক সপ্তাহের মধ্যেই টরের দৈনিক সংযোগের পরিমাণ গিয়ে দাড়িয়েছিল ১৫ লাখে। এ বিষয়টি দেখেই ফক্স-আইটি নিরাপত্তা প্রতিষ্ঠানটি অনুসন্ধান শুরু করে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।