আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নগুলো ছড়িয়ে পড়েছিল যেখান থেকে (সামহোয়ারইন এর ৩য় বর্ষপূর্তিতে সামহোয়ারইন অফিস থেকে)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আন্তর্জালিক জগতে লেখা যাবে প্রিয় মাতৃভাষায়, মনের অনুভুতিগুলো কি বোর্ড গলে গলে পড়বে কম্পিউটারের ওয়াইড স্ক্রিনে তাও আবার প্রিয় বাংলায় এমন স্বপ্নই ছিল তা। সেই স্বপ্নের শুরুটা যে তারিখে হয়েছিল সেই তারিখটিই আজ। ১ মে ২০০৫। স্বপ্নগুলো ছড়িয়ে পড়েছিল নতুন প্রান্তরে। হ্যা সামহোয়ারইনব্লগের কথাই বলছি।

নিঃসন্দেহে অনলাইন জগতে বাংলায় লেখালেখির দারুন এক প্ল্যাটফর্ম এটি। সামোহয়ারইনব্লগ এর মূল প্রতিষ্ঠান সামোহয়ারইন। আজ সামোহয়োরইন এর তৃতীয় বর্ষপূর্তির দিন। সামোহয়ারইন মে ২০০৫ এ যাত্রা শুরু করলেও সামহোয়ারইনব্লগ যাত্রা শুরু করছিল ডিসেম্বর ২০০৫ এ। এই ব্লগটি সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাঙ্গালীদের সুযোগ দিয়েছে আন্তর্জালিক জগতে প্রিয় ভাষায় লেখালেখি করে একত্রিত হওয়ার।

পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা লেখালেখি করে যাচ্ছি। পরিচয়ের গন্ডিটা বিশাল থেকে বিশালতর হচ্ছে। ভাবি এই ব্লগটাই আমাদের কতো কতো মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। কতো কতো অনুভুতি প্রকাশের সুযোগ করে দিয়েছে। কতো ভালো উপলক্ষ্যে একসাথে কাজ করার সুযোগ দিয়েছে।

স্বপ্নটা শুরু হয়েছিল যে দিনটিতে আজ সেই দিনের পূর্তি। সামহোয়ারইন অফিসে অন্তরঙ্গ পরিবেশে উদযাপিত হচ্ছে সামহোয়ারইন এর তৃতীয় বর্ষপূর্তি। ব্লগাররা একত্রিত হয়েছেন সামোহয়ারইন কে জন্মদিনের শুভেচ্ছ জানাতে। আছেন আরিফ জেবতিক ভাই, জামাল ভাস্কর ভাই, ব্রাত্য রাইসুদা, কালপুরুষদা, মাহবুব মোর্শেদ ভাই, কৌশিক ভাই (আমিতো আছিই )। এছাড়াও আনিকা, মৌসুম, জানা, আরিল ও উপস্থিত আছেন।

সাথে আছেন পুরো সামহোয়ারইন টিম। তাদের মধ্যে ইমরান, হাসিন, মোর্শেদ ও আরো অনেকেই রয়েছেন। জমজমাট আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে সামহোয়ারইন এর তৃতীয় জন্মদিন। (কেক কিন্তু এখনো কাটা হয় নি ) লোকজন খালি কোক আর চিপস খাচ্ছে । (কেউ কেউ যে হার্ডড্রিঙ্কস করছে তা না হয় নাই বল্লাম ) সাথেই থাকুন।

অনেক অনেক ছবি আসছে সামনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।