আমাদের কথা খুঁজে নিন

   

মজার ইলিশ, হরেক পদ (১): আলু-ইলিশের ঝোল

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

ইলিশ মাছের দাম আর এর প্রাপ্যতা নিয়ে ভাই আমাকে কোন প্রশ্ন করবেন না। আমার পরিবারে এটি খুবই পছন্দের মাছ, নানাভাবে তাই রান্ন হয়। আপনাদের জন্যে, আরো অনেক গুলো রেসিপি'র সাথে এই রেসিপি গুলোও অনেক আগেই লিখে রেখেছিলাম, শুধু ব্লগে দেয়া হয়নি। এক এক করে "মজার ইলিশ, হরেক পদ" এই শিরোনামে আমার করা ইলিশ মাছের রেসিপি গুলো দেয়ার চেষ্টা করব। ছবি তোলা হলে পরে দিয়ে দেব।

আজকের রেসিপিটিঃ আলু-ইলিশের ঝোল (১) উপকরণঃ ইলিশ মাছ - ছোট এক বাটি, ১/২ ইঞ্চি কিউব করে কাটা ইলিশ মাছের ডিম - ১/২ বাটি (২ ভাগ) পরিমাণ, মাছের মতই ১/২ ইঞ্চি কিউব করে কাটা পেটের এবং পিঠের মাছ হলে ভাল হয়, এতে রান্নার পরও মাছ ভেঙ্গে যাবে না। আলু - ২ টা মাঝারী, আধা ইঞ্চি কিউব করে কাটা পেয়াজ কুচি - ২ টা মাঝারী কাচা মরিচ - ৪ টা (ঝাল বেশি চাইলে আরো একটা বেশি দিতে পারেন) মরিচ গুঁড়া - ১ চা চামচ হলুদ গুঁড়া - ১/২ চা চামচ আদা বাটা - ১/২ চা চামচ রসুন বাটা - ১ চা চামচ জিরা গুঁড়া - ১/২ চা চামচ লবণ - পরিমাণমতো তেল - ২ টেবিল চামচ চিনি - ১ চিমটি (ডায়াবেটিস থাকলে দেবেন না) ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ পানি - ২/৩ কাপ প্রণালীঃ হাঁড়িতে তেল দিয়ে একটু গরম হলে পেয়াজ কুচি ছেড়ে দিন। হালকা বাদামী রঙ ধারণ করলে চুলার আঁচ কমিয়ে পরিমাণমতো লবণ দিন, আদা-রসুন, হলুদ-মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নাড়ুন। সব মশলা ২/৩ মিনিট কষান। এ সময়ে চুলার আঁচ কমানো থাকবে।

মশলা কষানো হলে মাছ ছেড়ে দিয়ে ৫ মিনিট নেড়ে-নেড়ে মাছ কষান। কষানো হলে ২/৩ কাপ পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। ৪/৫ মিনিট পর পানি ফুটতে শুরু করলে আলু দিয়ে দিন। ঢেকে রাখুন। এ সমেয় ঢাকনা তুলে মাঝে মাঝে হালকা ভাবে নেড়ে দিন যেন মাছ ভেঙ্গে না যায়।

২/৩ মিনিটে মাথায় চুলার আঁচ কমিয়ে রান্না হতে দিন। আলু সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ এবং চিনি দিয়ে আরো কিছুক্ষণ রান্ন করুন। ঝোল কমে খানিকটা মাখা-মাখা হলে নামিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। পরিবেশনের জন্য তৈরী। গরম ভাতের সাথে খুবই ভাল লাগবে।

১২/১০/০৭, ২৯ রমজান, চট্টগ্রাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.