আমাদের কথা খুঁজে নিন

   

মাদার তেরেসা - এক মহিয়সী রমনী।



মাদার তেরেসা (আলবেনিয়ান, আগষ্ট ২৬, ১৯১০ - সেপ্টেম্বর ৫, ১৯৯৭ ) ছিলেন একজন রোমান ক্যাথলিক। তিনি ১৯৫০ সালে ভারতে ' নির্মল হৃদয় ' নামে একটি সেবাশ্রম প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ৪০ বছরের অধিককালব্যাপী তিনি দরিদ্র, অনাথ, পীড়িত ও মুমূর্ষদের সেবা কার্যক্রম নিরলসভাবে চালিয়ে যান। এর পাশাপাশি তিনি তাঁর দাতব্য মিশনারীর কার্যক্রম প্রথমে সমগ্র ভারতবর্ষে এবং পরে বিশ্বের অন্যান্য অনেক দেশে প্রসারিত করেন। ১৯৭০ সাল নাগাদ সমগ্র বিশ্বে একজন মানবতাবাদী সেবাকর্মীরূপে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

১৯৭৯ সালে তিনি তাঁর মানবতাবাদী কর্মকান্ডের জন্য নোবেল পুরষ্কারে পুরষ্কৃত হন। তাঁর মৃত্যুকালে বিশ্বের ১২৩টি দেশে তাঁর ৬১০টি অনুরূপ দাতব্য সেবা-প্রতিষ্ঠান চালু ছিল। মরণোত্তর তিনি ' Blessed Teressa of Calcutta ' উপাধিতে ভূষিত হন। নীচে মাদার তেরেসার কিছু স্মরণীয় বাণী ও ছবি পরিবেশিত হলো। ব্লগার ভাই-বোনদের মতামত পেলে আমার পরিশ্রম সার্থক হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।