আমাদের কথা খুঁজে নিন

   

মোঃ মেহেদি হাসান মেহেদির একটি টেলি সাক্ষাতকার

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

: মেহেদি বলছেন? : বলছি। : আচ্ছা আপনার এই ভূয়া নাম্বারিংয়ের ব্যাপারটা কি? যা বললেন সেটা এই ব্লগে লেখা আছে Click This Link : এটা কেনো হচ্ছে বলে মনে করেন? : উত্তর ওই লিংকে পাবেন : আপনি কি রাজনীতি করেন? : নাহ। :রাজনীতি করলে সুবিধা পেতেন মনে হয় : হয়তো পেতাম। আসলে আমাদের বিভাগে লিগের ছেলেপুলে বেশী তো : আপনি কি শিবির করেন? : ঠিক শিবির করি না, তবে শিবিরের বন্ধু বেশি : তাহলে আপনাকে ওরা শিবির করেন বলে সন্দেহ করে? : তা করে : কেনো মিছিল করেন? : নাহ মিছিল করি না। তবে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা সভায় যাই : আপনি ব্লগে এসব লিখেন কেনো? সরাসরি রাষ্ট্রপতিকে লিখেন? : ব্লগে লিখলেই তো রাষ্ট্রপতি পড়তে পারবেন।

তারও ওয়েব সাইট আছে : আপনি কি চান আমরা আপনার প্রতি এই অবিচারের প্রতিকার চেয়ে একটা রিট আবেদন করি? : করতে পারেন : আপনার রুগি দেখা কেমন চলছে? : ভালোই। : কত ভিজিট নেন? :১০০টাকা :ওষুধ দেন? : সেটা নির্ভর করে রুগির উপর। রুগি বুঝে ওষুধ দিতে হয়। যদি মনোসমীক্ষায় কাজ হয় তাহলে আর ওষুধ দিতে হয় না :আপনার ন্যাশনাল জিওগ্রাফিকের খবর কি? :ওরা খালি এই সেই কুইজ করে এটা করে সেটা করে, কিন্তু আমেরিকা নিতে চায় না। আমি এপ্লিকেশন করেছি, বলে রাষ্ট্রপতিকে বলো : আপনার শেষ কবিতাটা অশ্লীল ছিলো : লিখলাম অশ্লীল করে।

কিছু সহজ কথা অশ্লীল করে বলতে হয় : কোন নায়িকাকে নিয়ে লেখছেন? : শ্রাবন্তী। দুই বছর আগে ইত্যাদির একটা নাচের অনুষ্ঠানে এসেছিলো আমাদের এদিকে। আমি দর্শক হিসেবে তাকে ভোগ করেছি (উপভোগ হবে মনে হয়) : কিন্তু কোন নায়িকাকে ইন্টারনেটে ডেকে ধর্ষণ করে? :এটা একটা গভীর চাল। এখানের রিকশাওয়ালা, তারপর ভ্যানওয়ালাদের একটা দল আছে : সবাই রাজশাহীর। : জ্বি : আপনি কিভাবে ব্লগিং করেন? : সাইবার ক্যাফে থেকে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।

এটা ব্লগে সাক্ষাতকার হিসেবে তুলে দিতে চাই : আপনার নাম কি? : পিয়াল : ও ভালো হলো তাহলে আমার পোস্টের লিংকটাও দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।