আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাস- উত্তম জাঝা!!

প্রবাস থেকে - জীবন যখন যেরকম!!

ভূমিকাঃ ব্লগে প্রথম ঘুরাফেরা করার সময় থেকেই এই শব্দটার সাথে পরিচয়- কিন্তু 'চলুক' বা 'বিপ্লবের' মানে সহজেই ধরে ফেললেও এটার মানে তো বুঝি না- কারো কাছে যে জানতে চাইবো তারও উপায় নাই- সবাই বুঝে ফেলবে নয়া মাল....হাহা!! দিন যায় মানে খুঁজি আবিষ্কার করলাম শুধু আমি না- আরো অনেকেই জানেন না এবং জানতে চাওয়ার পরেও কোনো সদুত্তর নাই - বুঝতে পারছিলাম শব্দটার একটা শক্তিশালী অর্থ এবং সমৃদ্ধ ইতিহাস আছে কিন্তু কারে জিগাই!! অবশেষে পাইলাম তারে পাইলাম কয়েক মাস পরে উৎপত্তিঃ পাঁচই মে দুই হাজার সাত সালে ক্ষণজন্মা কবি জারীর ব্লগে তার প্রথম কবিতা "জাগো হে তরুণ" প্রকাশ করেন। কবিতাটি ব্লগের ইতিহাসে একটা কালজয়ী সৃষ্টি কারো কারো মতে। ইতিহাস হয়ে যাওয়া কবিতাটির শেষ পংক্তিটি তুলে দিলাম- দেখ তার সৃষ্টি মানো তার কথা তবেই দিবেন তিনি উত্তম জাঝা ! আহ্‌! কি থেকে কি হয়ে গেল তারপর - আরিফ জেবতিক ঐ দিনই প্রথম কবির কাছে "উত্তম জাঝা" মানে জানতে চান!! ওনার কোনো দোষ দেখি না কারন এর আগে বাংলা কাব্যে কেউ "উত্তম জাঝা" ব্যবহার করেন নাই - ছয় মিনিটের মাথায় কবি উন্মোচন করলেন সব রহস্য- "জাঝা মানে ফল বা পুরস্কার" ব্যস হয়ে গেল- দুই দিনের মধ্যে অচেনা বাঙালী, এস এম মাহবুব মুর্শেদ হয়ে অমিত আহমেদ দিলেন চমৎকার এক জাঝা সংগা- "জাঝা" শব্দটির দুই প্রকার ব্যবহার রহিয়াছে... প্রথমত "ফল", অর্থাৎ "মেওয়া" হিসেবে... উদাহরন স্বরূপ, "বাঙ্গী জাঝার স্বাদ বড়ই উৎকৃষ্ট" অথবা "পুরষ্কার" হিসেবে, উদাহরন স্বরূপ... "আমি হামদ প্রতিযোগীতায় চতুর্থ স্থান অধিকার করিয়া সম্মুখ জাঝাটি লাভ করিয়াছি"। তবে "জাঝা"র বিভ্রান্তিকর ব্যবহার থেকে আপনাকে বিরত রাখিবার চেষ্টা করুন। কোন প্রকারেই "ফলাফল" হিসেবে জাঝা ব্যবহৃত হইবে না, তথাপি নিন্মোক্ত বাক্যটি ভুল গন্য হইবে, "অদ্য বৈকালে আমার দাখিল পরিক্ষার জাঝা প্রকাশিত হইবে" তার কিছুদিন পরই এলো কৌশিকের সেই বিখ্যাত কাব্য-সমালোচনা যাতে স্পষ্ট হয়ে উঠে "উত্তম জাঝা" ইতিহাস যারা এতক্ষণ ধৈর্য্য ধরে এই মহা দরকারী পোস্ট'টা পড়লেন তাদের সবাইকে - তথ্যসূত্র: ১- জাগো হে তরুণ-> জারীর ২- জাঝা->অচেনা বাঙালী ৩- কাব্য-সমালোচনাঃ কবি জারীরের "জাগো হে তরুন" -> কৌশিক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.